আপনি যদি BSc Nursing, Jenpas, ANM, GNM, বা WBJEEB-এর মতো কোনো Nursing প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই Physics MCQ for BSc Nursing Subject-wise প্রশ্ন-উত্তরের সংগ্রহটি আপনার জন্য উপযুক্ত!
পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। এখানে বিভিন্ন অধ্যায় যেমন গতিবিদ্যা, বল ও শক্তি, তাপগতিবিদ্যা, তরল পদার্থ, বিদ্যুৎ ও চুম্বকত্ব, এবং তরঙ্গবিদ্যা নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। Physics MCQ for BSc Nursing এর প্রশ্নগুলো Nursing পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি, যাতে আপনি পরীক্ষার প্রশ্নের ধরন ভালোভাবে বুঝতে পারেন।
এই Physics MCQ সেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাকে বিভিন্ন ধরণের ধারণা স্পষ্ট করতে এবং গুরুত্বপূর্ণ সূত্রগুলো আয়ত্ত করতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে ভালো ফল করতে পারবেন।
Physics MCQ for BSc Nursing বাংলা ভাষার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে তারা মাতৃভাষায় পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বুঝতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে। Nursing-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় Physics একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই MCQ সেট আপনাকে পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয় ধারণাগুলো আয়ত্ত করতে সহায়তা করবে।
নিয়মিত চর্চা করলে আপনি কেবল পরীক্ষায় ভালো ফলই করবেন না, বরং পদার্থবিজ্ঞান সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। তাই দেরি না করে এখনই শুরু করুন এবং নিশ্চিত করুন আপনার Nursing পরীক্ষায় সাফল্য।
সামনে আরও অনেক প্রশ্ন এবং পর্ব আসছে যা আপনার Nursing ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এখনই প্র্যাকটিস শুরু করুন এবং Nursing Entrance Exam -এ সফলতার দিকে এক ধাপ এগিয়ে যান!
Physics MCQ for BSc Nursing Entrance Exam, Physics MCQ with Answers, Multiple Choice Questions for BSc Nursing, Physics Questions for BSc Nursing, MCQ Questions for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 4
প্রশ্নঃ স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা-
[a] -10° C
[b] -20° C
[c] 0° C
[d] -30° C
উত্তরঃ [c] 0° C
প্রশ্নঃ কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে?
[a] থার্মোস্ফিয়ার
[b] মেসোস্ফিয়ার
[c] স্ট্র্যাটোস্ফিয়ার
[d] ট্রপোস্ফিয়ার
উত্তরঃ [d] ট্রপোস্ফিয়ার
প্রশ্নঃ গ্রীনহাউস গ্যাস কমাতে দরকার-
[a] CFC – এর উৎপাদন কমানো
[b] N2 – এর পরিমাণ কমানো
[c] CFC – এর উৎপাদন বাড়ানো
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] CFC – এর উৎপাদন কমানো
প্রশ্নঃ ওজোন স্তর ধ্বংসে CFC থেকে উৎপন্ন কোনটি দায়ী?
[a] C
[b] N
[c] F
[d] Cl
উত্তরঃ [d] Cl
প্রশ্নঃ সৌরকোশ গঠনে প্রধান উৎপাদন-
[a] Si
[b] Pt
[c] Ag
[d] Bi
উত্তরঃ [a] Si
প্রশ্নঃ সৌরকোশের সমবায়কে বলে-
[a] সৌরপাত
[b] সৌরফার্নেস
[c] সৌর উত্তাপক
[d] সৌর প্যানেল
উত্তরঃ [d] সৌর প্যানেল
প্রশ্নঃ জীবাশ্ম জ্বালানি সংরক্ষণে দরকার-
[a] প্রচলিত শক্তির ব্যাবহার
[b] অপ্রচলিত শক্তির ব্যাবহার
[c] কলকারখানা বন্ধ রাখা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] অপ্রচলিত শক্তির ব্যাবহার
প্রশ্নঃ জ্বালানিগুলির তাপনমূল্যের সঠিক ক্রম-
[a] কয়লা < ডিজেল < H2 < LPG
[b] কয়লা < LPG < ডিজেল < H2
[c] কয়লা < ডিজেল < LPG < H2
[d] কয়লা < H2 < ডিজেল < LPG
উত্তরঃ [c] কয়লা < ডিজেল < LPG < H2
প্রশ্নঃ গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেলে-
[a] পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে
[b] পৃথিবীর গড় উষ্ণতা কমবে
[c] বায়ুর চাপ বৃদ্ধি পাবে
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে
প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছায়?
[a] বিকিরণ পদ্ধতিতে
[b] পরিচলন পদ্ধতিতে
[c] পরিবহণ পদ্ধতিতে
[d] কোনােটিই নয়
উত্তরঃ [a] বিকিরণ পদ্ধতিতে
প্রশ্নঃ সমুদ্র বায়ু সৃষ্টির জন্য প্রয়োজন-
[a] পরিবহন
[b] পরিচলন
[c] বিকিরণ
[d] দহন
উত্তরঃ [b] পরিচলন
প্রশ্নঃ ঝড় ও বজ্রপাত হয়-
[a] ক্ষুব্ধমন্ডল
[b] থার্মোস্ফিয়ার
[c] শান্তমন্ডল
[d] মেসোস্ফিয়ার
উত্তরঃ [a] ক্ষুব্ধমন্ডল
প্রশ্নঃ LPG এর মুখ্য উপাদান-
[a] ইথেন
[b] বিউটেন
[c] বিউটানোন
[d] মিথেন
উত্তরঃ [b] বিউটেন
প্রশ্নঃ সৌরকোশ তৈরি করা হয়-
[a] ডিজেল
[b] কয়লা
[c] অর্ধপরিবাহী
[d] অতি পরিবাহ দিয়ে
উত্তরঃ [c] অর্ধপরিবাহী
প্রশ্নঃ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস-
[a] কেরোসিন
[b] পেট্রোল
[c] প্রাকৃতিক গ্যাস
[d] বায়োগ্যাস
উত্তরঃ [d] বায়োগ্যাস
প্রশ্নঃ 1 অনু CFC-এর উষ্ণকরন ক্ষমতা CO2 -এর প্রায়-
[a] 200
[b] 100
[c] 10000
[d] 20000 অণুর সমান
উত্তরঃ [d] 20000 অণুর সমান
প্রশ্নঃ সাধারণ ভেজিটেবল অয়েল ও প্রাণীজ ফ্যাটের সঙ্গে মিথানল মিশিয়ে তৈরি হয়-
[a] LPG
[b] বায়োমাস
[c] বায়োডিজেল
[d] বায়োগ্যাস
উত্তরঃ [c] বায়োডিজেল
প্রশ্নঃ অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তি উৎস হিসাবে পরিণত হতে পারে-
[a] মিথেন
[b] মিথেন নাইট্রেট
[c] মিথেন হাইড্রেট
[d] ইথেন নাইট্রেট
উত্তরঃ [c] মিথেন হাইড্রেট
প্রশ্নঃ গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে?
[a] মিথেন
[b] ইথেন
[c] CFC
[d] কার্বন-মনোক্সাইড
উত্তরঃ [a] মিথেন
প্রশ্নঃ পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ীর নিঃসৃত ধোঁয়ায় থাকে?
[a] লোহা
[b] দস্তা
[c] তামা
[d] সিসা
উত্তরঃ [d] সিসা
প্রশ্নঃ গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী গ্যাসটি হল-
[a] O3
[b] NO2
[c] CO2
[d] SO2
উত্তরঃ [c] CO2
প্রশ্নঃ নীচের কোন জ্বালানীটি সবচেয়ে কম বায়ুদূষণ ঘটায়?
[a] কাঠ
[b] কেরোসিন
[c] CNG
[d] ডিজেল
উত্তরঃ [c] CNG
প্রশ্নঃ নীচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ কার্বন পাওয়া যায়?
[a] পিট কয়লা
[b] অ্যানথ্রাসাইট
[c] লিগনাইট
[d] বিটুমিনাস
উত্তরঃ [b] অ্যানথ্রাসাইট
প্রশ্নঃ বায়ুতে শতকরা হিসাবে সবচেয়ে বেশী পরিমাণ কোন গ্যাস থাকে?
[a] অক্সিজেন
[b] নাইট্রোজেন
[c] হাইড্রোজেন
[d] কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ [b] নাইট্রোজেন
প্রশ্নঃ ওজোন ডিপ্রেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী-
[a] SO2
[b] CH4
[c] NOx
[d] NH3
উত্তরঃ [c] NOx
প্রশ্নঃ প্রধান বায়ো গ্যাসটি হল-
[a] CH4
[b] C2H5
[c] CO
[d] NO2
উত্তরঃ [a] CH4
প্রশ্নঃ কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?
[a] CH4
[b] N2O
[c] CO2
[d] SO2
উত্তরঃ [d] SO2
প্রশ্নঃ কোন বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে?
[a] CO2
[b] NO2
[c] SO2
[d] CL2
উত্তরঃ [c] SO2
প্রশ্নঃ পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে?
[a] জেনন
[b] আর্গন
[c] হিলিয়াম
[d] নিয়ন
উত্তরঃ [b] আর্গন
প্রশ্নঃ কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়?
[a] CO2
[b] N2O + SO2
[c] CO + CO2
[d] N2 + CO2
উত্তরঃ [b] N2O + SO2
প্রশ্নঃ নিচের কোন ফ্লুরিন যৌগ রেফ্রিজারেটরে শীতলকারক উপাদান হিসেবে কাজ করে?
[a] অ্যামোনিয়া
[b] আর্গন
[c] নাইট্রোজেন
[d] ফ্রেয়ন
উত্তরঃ [d] ফ্রেয়ন
প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব-
[a] বাড়তে থাকে
[b] কমতে থাকে
[c] অপরিবর্তিত থাকে
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] কমতে থাকে
প্রশ্নঃ প্রধান গ্রিনহাউস গ্যাস হলো-
[a] CH4
[b] N2
[c] CFC
[d] CO2
উত্তরঃ [d] CO2
প্রশ্নঃ বায়োগ্যাসের প্রধান উপাদান হলো-
[a] C2H2
[b] O2
[c] CH4
[d] H2
উত্তরঃ [c] CH4
প্রশ্নঃ একটি অপ্রচলিত শক্তির উৎস হল-
[a] ডিজেল
[b] পেট্রোল
[c] কেরোসিন
[d] বায়োগ্যাস
উত্তরঃ [d] বায়োগ্যাস
প্রশ্নঃ বায়ুমন্ডলের উষ্ণতম স্তরটি হল-
[a] ওজোনোস্ফিয়ার
[b] আয়নোস্ফিয়ার
[c] এক্সোস্ফিয়ার
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] এক্সোস্ফিয়ার
প্রশ্নঃ নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ হল-
[a] কয়লা
[b] ভূ-তাপ শক্তি
[c] পেট্রোল
[d] রান্নার গ্যাস
উত্তরঃ [b] ভূ-তাপ শক্তি
প্রশ্নঃ বায়ুমন্ডলের শীতলতম অঞ্চলটি হল-
[a] মেসোপজ
[b] থার্মোপজ
[c] ট্রপোপজ
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] মেসোপজ
প্রশ্নঃ উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋনাত্মক হয় না?
[a] সেলসিয়াস
[b] ফারেনহাইট
[c] রয়মার
[d] কেলভিন
উত্তরঃ [d] কেলভিন
প্রশ্নঃ STP তে 17g NH3, 28g N2 ও 2g H2 এর মধ্যে কোনটির আয়তন বেশি?
[a] 17g NH3
[b] 28g N2
[c] 2g H2
[d] সব গুলোর আয়তন একই থাকে
উত্তরঃ [d] সব গুলোর আয়তন একই থাকে
প্রশ্নঃ গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার-
[a] সমানুপাতিক
[b] ব্যাস্তানুপাতিক
[c] সমান
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] সমানুপাতিক
প্রশ্নঃ বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
[a] উচ্চচাপে ও উচ্চ তাপমাত্রায়
[b] উচ্চচাপে ও নিম্ন তাপমাত্রায়
[c] নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়
[d] নিম্ন চাপে ও নিম্ন উষ্ণতায়
উত্তরঃ [c] নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়
প্রশ্নঃ পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে সেটির-
[a] আয়তন বাড়ে
[b] আয়তন একই থাকে
[c] আয়তন কমে
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] আয়তন বাড়ে
প্রশ্নঃ নিচের কোনটি আদর্শ গ্যাস?
[a] অক্সিজেন
[b] নাইট্রোজেন
[c] হাইড্রোজেন
[d] কোনোটিই নয়
উত্তরঃ [d] কোনোটিই নয়
প্রশ্নঃ পরম স্কেলে 37°C এর পাঠ কত হবে?
[a] 300 K
[b] 273 K
[c] 310 K
[d] 320 K
উত্তরঃ [c] 310 K
প্রশ্নঃ PV = RT সমীকরণকে কি বলে?
[a] বয়েলের সমীকরণ
[b] চার্লসের সমীকরণ
[c] গ্যাস আয়তনে সমীকরণ
[d] আদর্শ গ্যাসের সমীকরণ
উত্তরঃ [d] আদর্শ গ্যাসের সমীকরণ
প্রশ্নঃ মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়?
[a] গ্রাম অণু / লিটার
[b] গ্রাম / লিটার
[c] পাউন্ড / লিটার
[d] কিগ্রা / লিটার
উত্তরঃ [b] গ্রাম / লিটার
প্রশ্নঃ 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত?
[a] 6.023 * 1022
[b] 6.023 * 1024
[c] 6.023 * 1023
[d] 6.023 * 1021
উত্তরঃ [c] 6.023 * 1023
প্রশ্নঃ ওজোনের পারমাণবিকতা কত?
[a] 2
[b] 3
[c] 4
[d] 5
উত্তরঃ [b] 3
প্রশ্নঃ নিচের কোন মৌলটি এক পরমাণুক?
[a] অক্সিজেন
[b] নাইট্রোজেন
[c] হাইড্রোজেন
[d] নিয়ন
উত্তরঃ [d] নিয়ন
প্রশ্নঃ ফারেনহাইট স্কেলের পরমশূন্য উষ্ণতার মান কত?
[a] -27315° F
[b] -459.4° F
[c] -372.15° F
[d] -549.4° F
উত্তরঃ [b] -459.4° F
প্রশ্নঃ নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম?
[a] নিয়ন
[b] আর্গন
[c] হিলিয়াম
[d] জেনন
উত্তরঃ [c] হিলিয়াম
প্রশ্নঃ ‘পরম স্কেল’ কে প্রবর্তন করেন?
[a] কেলভিন
[b] রাদারফোর্ড
[c] বোর
[d] আইনস্টাইন
উত্তরঃ [a] কেলভিন
প্রশ্নঃ নিচের কোনটি দ্বিপরমাণুক মৌল?
[a] Na
[b] Al
[c] Ca
[d] Cl
উত্তরঃ [d] Cl
প্রশ্নঃ নিচের কোন সূত্রটি সঠিক?
[a] গ্যাসের আণবিক গুরুত্ব = গ্যাসের বাষ্পঘনত্ব
[b] গ্যাসের আণবিক গুরুত্ব = 1/2 * গ্যাসের বাষ্পঘনত্ব
[c] গ্যাসের আণবিক গুরুত্ব = 2 * গ্যাসের বাষ্পঘনত্ব
[d] গ্যাসের আণবিক গুরুত্ব = 3 * গ্যাসের বাষ্পঘনত্ব
উত্তরঃ [c] গ্যাসের আণবিক গুরুত্ব = 2 * গ্যাসের বাষ্পঘনত্ব
প্রশ্নঃ N 6.023×10 সংখ্যাটি কোন বিজ্ঞানী নির্ণয় করেন?
[a] ডালটন
[b] বয়েল
[c] অ্যাভোগাড্রো
[d] মিলিকান
উত্তরঃ [d] মিলিকান
প্রশ্নঃ OK এর মান কত °C?
[a] 273°C
[b] -273°C
[c] 373°C
[d] -373°C
উত্তরঃ [b] -273°C
প্রশ্নঃ O2 এর সংকট উষ্ণতা কত?
[a] -150°C
[b] -240°C
[c] -190°C
[d] -118°C
উত্তরঃ [d] -118°C
প্রশ্নঃ ‘একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকে’-কে বলেছিলেন?
[a] চার্লস
[b] বয়েল
[c] ম্যাক্সওয়েল
[d] অ্যাভোগাড্রো
উত্তরঃ [d] অ্যাভোগাড্রো
প্রশ্নঃ আদর্শ গ্যাস সমীকরণটি হল-
[a] PV = nRT
[b] PV = CRT
[c] PV = PRT
[d] PV = RT
উত্তরঃ [a] PV = nRT
প্রশ্নঃ প্রথম অণুর কল্পনা করেন-
[a] নিউটন
[b] অ্যাভোগাড্রো
[c] ডালটন
[d] চার্লস
উত্তরঃ [b] অ্যাভোগাড্রো
প্রশ্নঃ বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হল-
[a] PV = ধ্রুবক
[b] P/T = ধ্রুবক
[c] PR = ধ্রুবক
[d] PT = ধ্রুবক
উত্তরঃ [a] PV = ধ্রুবক
প্রশ্নঃ চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক থাকে-
[a] উষ্ণতা
[b] চাপ
[c] আয়তন
[d] ভর
উত্তরঃ [d] ভর
প্রশ্নঃ নীচের কোন রাশিটির একক পাস্কল?
[a] ক্ষেত্রফল
[b] আয়তন
[c] চাপ
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] চাপ
প্রশ্নঃ 30°C উষ্ণতার মান কেলভিন স্কেলে হবে-
[a] 303 K
[b] 300 K
[c] 243 K
[d] 273 K
উত্তরঃ [a] 303 K
প্রশ্নঃ নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে?
[a] সিনেমার পর্দা
[b] জামা
[c] ঘরের পর্দা
[d] দর্পণ
উত্তরঃ [d] দর্পণ
প্রশ্নঃ আপতন কোণ 55° হলে প্রতিফলন কোণ কত হবে?
[a] 125°
[b] 65°
[c] 55°
[d] 35°
উত্তরঃ [c] 55°
প্রশ্নঃ বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?
[a] 0.5
[b] 1
[c] 1.5
[d] 2
উত্তরঃ [c] 1.5
প্রশ্নঃ নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখবে?
[a] M
[b] W
[c] A
[d] N
উত্তরঃ [d] N
প্রশ্নঃ অপটিক্যাল ফাইবার প্রধানত কোন্ কাজে ব্যবহৃত হয়?
[a] বাদ্যযন্ত্রে
[b] খাদ্য প্রক্রিয়াকরণে
[c] উইভিং
[d] যোগাযোগ
উত্তরঃ [d] যোগাযোগ
প্রশ্নঃ সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে?
[a] অবলোহিত রশ্মি
[b] মহাজাগতিক রশ্মি
[c] অতিবেগুনি রশ্মি
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] অবলোহিত রশ্মি
প্রশ্নঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে?
[a] সংকট কোণের সমান
[b] সংকট কোণের চেয়ে ছোটো
[c] সংকট কোণের চেয়ে বড়ো
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] সংকট কোণের চেয়ে বড়ো
প্রশ্নঃ SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি?
[a] নিউটন
[b] ডাইন
[c] পাস্কাল
[d] আর্গ
উত্তরঃ [c] পাস্কাল
প্রশ্নঃ -27°C উয়তায় পরম স্কেলে মান কত?
[a] 300K
[b] 27K
[c] 0K
[d] 246K
উত্তরঃ [d] 246K
প্রশ্নঃ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান-
[a] 105 dyn/cm2 (প্রায়)
[b] 106 dyn/cm2 (প্রায়)
[c] 1 পাস্কাল (প্রায়)
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] 106 dyn/cm2 (প্রায়)
প্রশ্নঃ S.T.P তে গ্যাসের গ্রাম আণবিক আয়তন হবে-
[a] 11.2 Litre
[b] 1 Litre
[c] 22.4 Litre
[d] 6.023 * 1023 Litre
উত্তরঃ [c] 22.4 Litre
প্রশ্নঃ ‘বার’ কোন রাশির একক?
[a] ভর
[b] উষ্ণতা
[c] আয়তন
[d] চাপ
উত্তরঃ [d] চাপ
প্রশ্নঃ অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
[a] 6.023 * 1022
[b] 6.023 * 10-22
[c] 6.023 * 1023
[d] 6.023 * 10-23
উত্তরঃ [c] 6.023 * 1023
প্রশ্নঃ বয়েল ও চার্লস এর সূত্রের সাধারণ ধ্রুবক-
[a] চাপ
[b] আয়তন
[c] ভর
[d] উষ্ণতা
উত্তরঃ [c] ভর
প্রশ্নঃ শুষ্ক বায়ুর ঘনত্ব D1 আর্দ্র বায়ুর ঘনত্ব D2 হলে, কোনটি সঠিক?
[a] D1 = D2
[b] D1 > D2
[c] D1 < D2
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] D1 > D2
প্রশ্নঃ কোনটি সঠিক ‘আদর্শ গ্যাস সমীকরণ’-এর রূপ?
[a] PV = T
[b] PV = nRT
[c] P/T = nVR
[d] P/V = nRT
উত্তরঃ [b] PV = nRT
প্রশ্নঃ তেল স্বাভাবিক মাত্রায় তরল থাকে, কারণ-
[a] সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ
[b] অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ
[c] আয়োডিন সংখ্যা কম
[d] উচ্চ গলনাঙ্কযুক্ত
উত্তরঃ [b] অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ
প্রশ্নঃ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হল-
[a] যৌগিক লিপিড
[b] সরল লিপিড
[c] লব্ধ লিপিড
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] সরল লিপিড
প্রশ্নঃ দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনী বিহীন ফ্যাটি অ্যাসিডকে বলে-
[a] সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
[b] অপরিহার্য ফ্যাটি অ্যাসিড
[c] অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড
[d] অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
উত্তরঃ [a] সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
প্রশ্নঃ একটি মিশ্র ফ্যাটের উদাহরণ হল-
[a] প্রোস্টাগ্ল্যান্ডিন
[b] ওলেইক অ্যাসিড
[c] মাখন
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] মাখন
প্রশ্নঃ পরম স্কেলে উষ্ণতা (T) ও সেলসিয়াস স্কেলে উষ্ণতা (t) -এর মধ্যে সম্পর্ক হলো-
[a] T = t
[b] T = 273+t
[c] t = 273+T
[d] T = 273-t
উত্তরঃ [b] T = 273+t
প্রশ্নঃ আবদ্ধপাত্রে থাকা গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র হলো-
[a] ব্যারোমিটার
[b] ন্যানোমিটার
[c] ম্যানোমিটার
[d] হাইড্রোমিটার
উত্তরঃ [c] ম্যানোমিটার
প্রশ্নঃ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কার সূত্র?
[a] চার্লসের
[b] বয়েলের
[c] অ্যাভোগাড্রোর
[d] গে লুসাকের
উত্তরঃ [b] বয়েলের
প্রশ্নঃ 1 গ্রাম অণুতে যে কোন পদার্থে কত সংখ্যক অণু থাকে?
[a] 6.023 * 1024
[b] 6.023 * 1022
[c] 6.023 * 1023
[d] 6.023 * 1020
উত্তরঃ [c] 6.023 * 1023
প্রশ্নঃ প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোন গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত?
[a] 22 L
[b] 22.4 L
[c] 23.4 L
[d] 23 L
উত্তরঃ [b] 22.4 L
প্রশ্নঃ কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে ঐ গ্যাসটির বাষ্প ঘনত্ব কত?
[a] 20
[b] 84
[c] 21
[d] 42
উত্তরঃ [c] 21
প্রশ্নঃ কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পঘনত্বের কতগণ?
[a] দুইগুণ
[b] তিনগুণ
[c] চারগুণ
[d] পাঁচগুণ
উত্তরঃ [a] দুইগুণ
প্রশ্নঃ কোন উষ্ণতাকে পরম শূণ্য উষ্ণতা বলে?
[a] 0° C
[b] 0° K
[c] -273° C
[d] -273° K
উত্তরঃ [c] -273° C
প্রশ্নঃ R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। SI এককে R এর মান কত?
[a] 8.9 J/mol/K
[b] 7 J/mol/K
[c] 7.31 J/mol/K
[d] 8.31 J/mol/K
উত্তরঃ [d] 8.31 J/mol/K
প্রশ্নঃ STP তে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন এবং 16 গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক কী?
[a] সমান
[b] হাইড্রোজেনের আয়তন বেশী
[c] হাইড্রোজেনের আয়তন কম
[d] সঠিক ভাবে বলা যাবে না
উত্তরঃ [b] হাইড্রোজেনের আয়তন বেশী
প্রশ্নঃ সমতল দর্পণে রশ্মির আপাতন কোন কত হলে, রশ্মির চ্যুতি কোণ 90° হবে?
[a] 90°
[b] 180°
[c] 45°
[d] 22°
উত্তরঃ [c] 45°
প্রশ্নঃ কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়?
[a] জলে
[b] বাতাসে
[c] কাঁচে
[d] শূন্যমাধ্যমে
উত্তরঃ [d] শূন্যমাধ্যমে
প্রশ্নঃ সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে?
[a] লাল
[b] নীল
[c] কালো
[d] বাদামি
উত্তরঃ [c] কালো
প্রশ্নঃ দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল সময়-
[a] চারটে
[b] এগারোটা
[c] নয়টা
[d] বারোটা পনেরো
উত্তরঃ [c] নয়টা
প্রশ্নঃ বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিশ্বের প্রকৃতি কিরূপ হবে?
[a] সৎ সমশীর্ষ
[b] সৎ অবশীর্ষ
[c] অসৎ সমশীর্ষ
[d] অসৎ অবশীর্ষ
উত্তরঃ [c] অসৎ সমশীর্ষ
Previous 100+ MCQs -> Physics MCQ for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 3
Next 100+ MCQs -> Physics MCQ for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 5
Welcome to the ultimate resource for Physics MCQs, specially tailored for BSc Nursing, Jenpas, ANM, GNM, and WBJEEB Nursing Entrance Exams! Our comprehensive collection of multiple-choice questions is designed to help you excel in your entrance exams and nursing studies by mastering the key concepts of physics.
Physics MCQ for BSc Nursing
This page features a meticulously crafted selection of multiple-choice questions that cover the essential physics topics relevant to your BSc Nursing entrance exam. Each question is designed to challenge your understanding of fundamental physics and enhance your knowledge, ensuring you are thoroughly prepared for the exam.
Physics MCQ with Answers
To facilitate effective learning, our collection includes detailed answers and explanations for each question. This not only helps you verify your answers but also deepens your grasp of key physics concepts, making it easier to tackle similar questions during the actual exam.
Multiple Choice Questions for BSc Nursing
Dive into a wide range of physics multiple-choice questions specifically curated for BSc Nursing candidates. Our Physics MCQ for BSc Nursing questions are aligned with the latest exam patterns and focus on core principles like mechanics, electricity, magnetism, thermodynamics, and optics—crucial for both your entrance exam and nursing studies.
Physics Questions for BSc Nursing Entrance Exam
Whether you are preparing for a BSc Nursing entrance exam or revisiting core physics concepts, our carefully selected questions will help you test and reinforce your understanding of important topics. This ensures you are well-prepared and confident for your nursing entrance exams.
Entrance Exam Questions for BSc Nursing
Prepare with confidence using our entrance exam questions designed for BSc Nursing aspirants. These questions are tailored to match the format and difficulty level of actual nursing entrance exams, providing a realistic practice experience that enhances your readiness for test day.
Physics MCQ for BSc Nursing Entrance Exam
Explore our Physics MCQ for BSc Nursing article to access top-quality physics multiple-choice questions. Prepare effectively for your BSc Nursing entrance exams and other nursing-related assessments, and ensure you are fully equipped for success!