BSc Nursing, ANM & GNM, Jenpas, WBJEEB MCQ Question & Answer Part – 18

Prepare for your BSc Nursing, ANM & GNM, Jenpas, and WBJEEB exams in West Bengal with our comprehensive collection of MCQ questions and answers.

জেনপাস (Jenpas, WBJEEB) নার্সিং পরীক্ষার প্রস্তুতি নিন: পশ্চিমবঙ্গের BSc Nursing, GNM, এবং ANM Nursing শিক্ষার্থীদের জন্য MCQ প্রশ্ন ও উত্তর সম্বলিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকলন।

জেনপাস (Jenpas, WBJEEB) নার্সিং পরীক্ষায় সফলতা অর্জনের স্বপ্ন দেখছেন? আমাদের ব্লগ আপনাকে সাহায্য করতে প্রস্তুত। এখানে আমরা পশ্চিমবঙ্গের BSc Nursing, General Nursing & Midwifery (GNM), এবং Auxiliary Nursing & Midwifery (ANM) শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা অসংখ্য Multiple Choice Question (MCQ) এর একটি বিশাল সংগ্রহ নিয়ে এসেছি। পরীক্ষার আগে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে এবং সফলতার পথে এগিয়ে যেতে, এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কভার করে আপনার জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করবে।

আপনি যদি মূল ধারণাগুলি পুনরায় মনে করতে চান বা আপনার শেখার গভীরতা পরীক্ষা করতে চান, তবে এই প্রশ্নগুলি আপনার প্রস্তুতিকে আরও কার্যকরী করে তুলবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। প্রতিটি প্রশ্নই আপনার জ্ঞানকে মজবুত করতে এবং শক্তির জায়গাগুলো চিহ্নিত করতে সাহায্য করবে, সেইসাথে সেই বিষয়গুলোও চিহ্নিত করতে যেগুলোতে আরও মনোযোগ প্রয়োজন হতে পারে। এই MCQ প্রশ্নগুলি চর্চা করে, আপনি জেনপাস (Jenpas, WBJEEB) পরীক্ষায় আসতে পারে এমন বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে আরও প্রস্তুত থাকবেন, যা আপনার সফলতা নিশ্চিত করবে।

এই সংকলনটি পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী, কারণ এটি জেনপাস (Jenpas, WBJEEB) পরীক্ষার নির্দিষ্ট প্রয়োজনীয়তা এবং মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আপনার পড়াশোনার জন্য একটি অমূল্য সরঞ্জাম। আমাদের সংগ্রহটি অনুশীলন করুন, আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এবং একটি সফল নার্সিং ক্যারিয়ারের দিকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান।

প্রশ্নঃ RNA অনুপস্থিত থাকে-

[a] প্লাজমালেম্মাতে
[b] সাইটোপ্লাজমে
[c] রাইবোজোমে
[d] ক্রোমোজোমে

উত্তরঃ [a] প্লাজমালেম্মাতে

প্রশ্নঃ কোশ শব্দটির প্রবর্তক হলেন-

[a] অ্যারিস্টটল
[b] হুক
[c] স্বোয়ান
[d] লিউয়েনহক

উত্তরঃ [b] হুক

প্রশ্নঃ ইউক্যারিওটিক কোশে 80S রাইবোজোমের এককগুলি হল-

[a] 60S ও 40S এ
[b] 60S ও 50S এ
[c] 50S ও 30S এ
[d] 40S ও 40S এ

উত্তরঃ [a] 60S ও 40S এ

প্রশ্নঃ কোন আয়নটি রাইবোজোমের সাব ইউনিটগুলিকে একত্রে ধরে রাখে?

[a] Ca++
[b] Mn++
[c] Mg++
[d] Na++

উত্তরঃ [c] Mg++

প্রশ্নঃ প্রতিবছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ-

[a] 1º C
[b] 0.05º C
[c] 0º C
[d] 0.5º C

উত্তরঃ [b] 0.05º C

প্রশ্নঃ বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয়-

[a] ট্রপোস্ফিয়ার
[b] স্ট্রাটোস্ফিয়ার
[c] থার্মোস্ফিয়ার
[d] এক্সোস্ফিয়ার

উত্তরঃ [a] ট্রপোস্ফিয়ার

প্রশ্নঃ কোনটি বায়োমাস শক্তির উৎস নয়?

[a] চারকোল
[b] গোবর
[c] কাঠ
[d] পারমাণবিক বিভাজন

উত্তরঃ [d] পারমাণবিক বিভাজন

প্রশ্নঃ কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয়-

[a] জীবাশ্ম জ্বালানী
[b] অজৈব জ্বালানী
[c] জৈব জ্বালানী
[d] পারমাণবিক জ্বালানী

উত্তরঃ [a] জীবাশ্ম জ্বালানী

প্রশ্নঃ কোনটির তাপনমূল্য সর্বাধিক?

[a] কয়লা
[b] ডিজেল
[c] LPG
[d] কাঠ

উত্তরঃ [c] LPG

প্রশ্নঃ অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী নয়?

[a] N2
[b] SO2
[c] NO2
[d] CO2

উত্তরঃ [a] N2

প্রশ্নঃ কোনটি তাপীয় রশ্মি?

[a] অতিবেগুনি রশ্মি
[b] গামা রশ্মি
[c] অবলোহিত রশ্মি
[d] কসমিক রশ্মি

উত্তরঃ [c] অবলোহিত রশ্মি

প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-

[a] পরিবহণ
[b] পরিচলন
[c] বিকিরণ
[d] সবগুলি

উত্তরঃ [c] বিকিরণ

প্রশ্নঃ অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়-

[a] CI পরমাণু
[b] H2 পরমাণু
[c] F পরমাণু
[d] C পরমাণু

উত্তরঃ [a] CI পরমাণু

প্রশ্নঃ ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব-

[a] শস্যের উৎপাদন হ্রাস
[b] ত্বকের ক্যান্সার
[c] ভু-উষ্ণতা বৃদ্ধি
[d] সবগুলিই

উত্তরঃ [b] ত্বকের ক্যান্সার

প্রশ্নঃ মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে?

[a] হাইপোথ্যালামাস
[b] থ্যালামাস
[c] পনস
[d] সেরিবেলাম

উত্তরঃ [b] থ্যালামাস

প্রশ্নঃ পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়?

[a] সাইকোন
[b] শামুক
[c] ঝিনুক
[d] প্ল্যানেরিয়া

উত্তরঃ [d] প্ল্যানেরিয়া

প্রশ্নঃ নীচের কোনটি RNA-এর গঠনগত উপাদান নয়?

[a] রাইবােজ শর্করা
[b] থাইমিন বেস
[c] ইউরাসিল বেস
[d] ফসফোরিক অ্যাসিড

উত্তরঃ [b] থাইমিন বেস

প্রশ্নঃ মনে কর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, তাহলে লেন্সটির একদিকে অক্ষের উপরে ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে-

[a] লেন্সের অপরদিকে f দুরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
[b] লেন্সের অপরদিকে 2f দুরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
[c] লেন্সের অপরদিকে f দুরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
[d] লেন্সের অপরদিকে 2f দুরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

উত্তরঃ [d] লেন্সের অপরদিকে 2f দুরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

প্রশ্নঃ সঠিক উত্তরটি নির্বাচন কর :
একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপরদিকে-

[a] একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে
[b] নীল, বেগুনী, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল – এই সাতটি রঙের পট্টি পাওয়া যাবে
[c] একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে
[d] কোনো আলোর পট্টি পাওয়া যাবে

উত্তরঃ [d] একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে

প্রশ্নঃ একটি বস্তু কোন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি-

[a] বস্তুর ওজোন ও প্লাবতা সমান হয়
[b] বস্তুর ওজোন প্লাবতার থেকে কম হয়
[c] বস্তুর ওজোন প্লাবতার থেকে বেশী হয়
[d] বস্তুর ওজোন ও প্লাবতা দুই-ই শূন্য হয়

উত্তরঃ [a] বস্তুর ওজোন ও প্লাবতা সমান হয়

প্রশ্নঃ নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ?

[a] C2H2
[b] CO2
[c] NaCl
[d] H2O

উত্তরঃ [c] NaCl

প্রশ্নঃ নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?

[a] কার্বন
[b] সোডিয়াম
[c] নিকেল
[d] আর্গন

উত্তরঃ [d] আর্গন

প্রশ্নঃ রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদা ভাবে কাজ করলে রামের যত দিন সময় লাগে, মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। রাম একা কাজটি কত দিনে শেষ করবে?

[a] 12 দিন
[b] 3 দিন
[c] 6 দিন
[d] 9 দিন

উত্তরঃ [c] 6 দিন

প্রশ্নঃ সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল-

[a] হাইড্রোজেন সালফাইড
[b] মিথেন
[c] কার্বন মনোঅক্সাইড
[d] নাইট্রোজেন

উত্তরঃ [a] হাইড্রোজেন সালফাইড

প্রশ্নঃ 42 cm ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 cm লম্বা চোঙাকৃতি দণ্ড তৈরী করলে দণ্ডটির ব্যাস কত হবে?

[a] 84 cm
[b] 42 cm
[c] 21 cm
[d] 7 cm

উত্তরঃ [a] 84 cm

প্রশ্নঃ Only those who have completed seventeen years of age are _____ to apply for the examination.

[a] eligible
[b] legible
[c] selected
[d] ilegible

উত্তরঃ [a] eligible

প্রশ্নঃ Choose the word, which has nearly the same meaning as ADMONISH.

[a] Praise
[b] Appeal
[c] Support
[d] Rebuke

উত্তরঃ [d] Rebuke

প্রশ্নঃ Choose the word, which is opposite in meaning to JEER.

[a] Clear
[b] mock
[c] praise
[d] sneer

উত্তরঃ [c] praise

প্রশ্নঃ Choose the word that can replace both the words in CAPITAL in the two given sentences:
I. The management did not find him SUITABLE for the job of a clerk.
II. Akash could not ARRANGE all parts of the machine properly.

[a] fit
[b] employ
[c] finish
[d] adjust

উত্তরঃ [a] fit

প্রশ্নঃ কত সালে জার্মানীর পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়-

[a] 1925 সালে
[b] 1965 সালে
[c] 1945 সালে
[d] 1955 সালে

উত্তরঃ [c] 1945 সালে

প্রশ্নঃ ‘Jungle Book’ বইটি লিখেছিলেন-

  • [a] সত্যজিৎ রায়
  • [b] অনিতা দেশাই
  • [c] চার্লস ডিকেন্স
  • [d] রুডইয়ার্ড কিপলিং

উত্তরঃ [d] রুডইয়ার্ড কিপলিং

প্রশ্নঃ Choose the right option which will complete the first word and begin the second word:
EX (_) ACLE

[a] pert
[b] pect
[c] pire
[d] tent

উত্তরঃ [d] tent

প্রশ্নঃ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ-B টিকা হল-

[a] সংযুক্ত টিকা
[b] টক্সয়েড টিকা
[c] নিস্ক্রিয় জীবাণু টিকা
[d] জিবিত জীবাণু টিকা

উত্তরঃ [a] সংযুক্ত টিকা

প্রশ্নঃ ক্রিসমাস ডিজিজের অপর নাম হল-

[a] হিমোফিলিয়া A
[b] হিমোফিলিয়া B
[c] a- থ্যালাসেমিয়া
[d] B- থ্যালাসেমিয়া

উত্তরঃ [b] হিমোফিলিয়া B

প্রশ্নঃ মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যা কত?

[a] ফিনোটাইপ-4; জিনোটাইপ-9
[b] ফিনোটাইপ-9; জিনোটাইপ-4
[c] ফিনোটাইপ-4; জিনোটাইপ-16
[d] ফিনোটাইপ-4; জিনোটাইপ-8

উত্তরঃ [a] ফিনোটাইপ-4; জিনোটাইপ-9

প্রশ্নঃ সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ-

[a] কৃত্তিম নির্বাচন
[b] জিন প্রবাহ
[c] অভিসারী বিবর্তন
[d] অপসারী বিবর্তন

উত্তরঃ [c] অভিসারী বিবর্তন

প্রশ্নঃ নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়-

[a] প্রাথমিক খাঁজে
[b] গৌণ খাঁজে
[c] স্যাটেলাইট অঞ্চলে
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] গৌণ খাঁজে

প্রশ্নঃ যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 27 হয় তাহলে ঐ উদ্ভিদের ডিম্বানুর ক্রোমোজোম সংখ্যা কত হবে?

[a] 9
[b] 18
[c] 27
[d] 36

উত্তরঃ [a] 9

প্রশ্নঃ নীচের কোনটি রাশি?

[a] ওজোন
[b] ভর
[c] ক্ষেত্রফল
[d] সময়

উত্তরঃ [a] ওজোন

প্রপ্রশ্নঃ একজন ছাত্রী 10m/sec সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক চাপে ও 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? ধরে নাও, ছাত্রী ও সাইকেলের মোট ভর 50 kg

[a] 50 নিউটন
[b] 200 নিউটন
[c] 100 নিউটন
[d] 10 নিউটন

উত্তরঃ [c] 100 নিউটন

প্রশ্নঃ একটি হিলিয়াম পরমাণুতে থাকে-

[a] 4 টি প্রোটিন ও 4 টি ইলেকট্রন
[b] 4 টি নিউট্রন ও 4 টি ইলেকট্রন
[c] 4 টি প্রোটিন ও 2 টি ইলেকট্রন
[d] 2 টি প্রোটন, 2 টি নিউট্রন ও 2 টি ইলেকট্রন

উত্তরঃ [d] 2 টি প্রোটন, 2 টি নিউট্রন ও 2 টি ইলেকট্রন

প্রশ্নঃ অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ঐ একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে?

[a] 22.4 লিটার
[b] 19.4 লিটার
[c] 25.6 লিটার
[d] 44.8 লিটার

উত্তরঃ [a] 22.4 লিটার

প্রশ্নঃ দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে-

[a] 1:3
[b] 1:9
[c] 1:8
[d] 1:18

উত্তরঃ [b] 1:9

প্রশ্নঃ 2, 4, 6 ও 10-এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে?

[a] 3
[b] 4
[c] 5
[d] 2

উত্তরঃ [d] 2

প্রশ্নঃ Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below:
I. We should not interfere in one’s personal affairs.
II. The personel of civil services are a proud lot.

[a] Only sentence – I is correct
[b] Only sentence – II is correct
[c] Both sentence I and II are correct
[d] Neither sentence I nor sentence II is correct

উত্তরঃ [c] Both sentence I and II are correct

প্রশ্নঃ Fill in the blank with the most appropriate word/ group of words to make the sentence meaningfully complete:
The horse stampeded and tore __ after the street.

[a] after
[b] off
[c] down
[d] out

উত্তরঃ [c] down

প্রশ্নঃ killing another human being. synonyms?

[a] patricide
[b] homicide
[c] genocide
[d] fratricide

উত্তরঃ [b] homicide

প্রশ্নঃ মনোসোডিয়াম গ্লুটামেট-কে সাধারণভাবে কী বলা হয়?

[a] বেকিং পাউডার
[b] সাধারণ লবণ
[c] ভিনেগার
[d] আ-জিনো-মোটো

উত্তরঃ [d] আ-জিনো-মোটো

প্রশ্নঃ এলাহাবাদ শহরের নতুন নাম কী?

[a] সারাভাই নগর
[b] আদিত্যনগর
[c] প্রয়াগরাজ
[d] ভাদদরা

উত্তরঃ [c] প্রয়াগরাজ

প্রশ্নঃ Find the right option below where the two given words have the same relationship as, ‘LIGHT-CANDLE

[a] Exercise – Strength
[b] Power – Battery
[c] Dieting – Overweight
[d] Car Engine

উত্তরঃ [b] Power – Battery

Next 50+ MCQs ->

Prepare for JENPAS (WBJEEB) Nursing Exams with Our Extensive Collection of MCQs: A Must-Have Resource for BSc Nursing, GNM, and ANM Students in West Bengal

Aspiring to ace the JENPAS (WBJEEB) nursing exams? Our blog is here to support you with an extensive selection of multiple-choice questions (MCQs) tailored specifically for BSc Nursing, General Nursing and Midwifery (GNM), and Auxiliary Nursing and Midwifery (ANM) students in West Bengal. This carefully curated collection of practice questions is designed to cover all essential topics, providing you with the comprehensive review you need to excel in your upcoming exams.

Whether you’re revisiting key concepts or testing your understanding of the material, these questions are crafted to enhance your preparation and boost your confidence. Each question is aimed at reinforcing your knowledge, helping you identify areas of strength and those that may require additional focus. By practicing with these MCQs, you’ll be better equipped to tackle the variety of questions that can appear on your JENPAS (WBJEEB) exams, ensuring that you’re well-prepared to achieve success.

This resource is particularly beneficial for students in West Bengal, as it aligns with the specific requirements and standards of the JENPAS (WBJEEB) exam, making it an invaluable tool in your study arsenal. Dive into our collection, strengthen your understanding, and take a confident step towards a successful nursing career.

iQVersity
iQVersity

iQVersity is a dynamic educational platform designed to revolutionize the way individuals engage with learning. At iQVersity, we believe in the power of intelligence and versatility, and our mission is to empower learners of all ages and backgrounds to unlock their full potential.

Articles: 87

Leave a Reply