আপনি যদি Jenpas UG বা কোনো Medical ও Paramedical প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set আপনার জন্য উপযুক্ত! এখানে জীববিদ্যার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
এই সংগ্রহে Biology MCQ প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে Jenpas UG পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আপনি বিভিন্ন অধ্যায়ের ধারণাগুলো সহজেই বুঝতে পারেন।
নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি কেবল Jenpas UG পরীক্ষাতেই ভালো ফল করতে পারবেন না, বরং জীববিদ্যার প্রতি গভীর আগ্রহ ও জ্ঞান অর্জন করবেন। পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারা এবং দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা তৈরি করাও সম্ভব।
তাই আর অপেক্ষা না করে এখনই শুরু করুন Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set থেকে আপনার প্রস্তুতি। সামনে আরও পর্ব এবং প্রশ্নপত্র আসছে, যা আপনার Jenpas UG পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে। এখনই প্রস্তুতি শুরু করুন এবং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যান!
Biology MCQ Question answer, Biology MCQ for Jenpas, Biology for Jenpas, Jenpas Biology, Biology Jenpas, Biology question answer for Jenpas, Biology Jenpas Question Answer
1. শস্য থেকে তেল পাওয়া যায়-
[a] চীনাবাদাম
[b] নারিকেল
[c] সরিষা
[d] তিল
উত্তরঃ [b] নারিকেল
2. নীল বর্ণের ফাইকোবিলিনস্কে কি বলে
[a] ফাইকো সায়ানিন
[b] ফাইকো এরিথ্রিন
[c] a ও c সঠিক
[d] রোডপসিন
উত্তরঃ [a] ফাইকো সায়ানিন
3. স্পিরুলিনা হল এক প্রকারের-
[a] মিথোজীবী ব্যাকটিরিয়া
[b] পরজীবী ব্যাকটিরিয়া
[c] সায়ানো ব্যাকটিরিয়া
[d] মৃতজীবী ব্যাকটিরিয়া
উত্তরঃ [c] সায়ানো ব্যাকটিরিয়া
4. একটি মূলবিহীন উদ্ভিদের নাম-
[a] সেরাটোফাইলাম
[b] ইকরনিয়া
[c] অ্যামিবা
[d] পিস্টিয়া
উত্তরঃ [a] সেরাটোফাইলাম
5. সমুদ্রজলে যে প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত-
[a] স্তন্যপায়ী
[b] সরীসৃপ
[c] পক্ষী
[d] উভচর
উত্তরঃ [c] পক্ষী
6. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্থলজ শৈবাল-
[a] ক্লোরেপ্লা
[b] টেরেনটিপোলিয়া
[c] স্ফিরুলিনা
[d] সারগাসাম
উত্তরঃ [b] টেরেনটিপোলিয়া
7. পেনিসিলিন দিয়ে মাইকোপ্লাজমার চিকিৎসা হয় না কারণ-
[a] কোশপ্রাচীর যুক্ত
[b] কোশপর্দা যুক্ত
[c] কোশপ্রাচীর বিহীন
[d] কোশপর্দা বিহীন
উত্তরঃ [c] কোশপ্রাচীর বিহীন
8. প্রাণীবিদ্যার জনক হলেন-
[a] হুইটেকার
[b] রবার্ট হুক
[c] অ্যারিস্টটল
[d] লিডয়েন হক
উত্তরঃ [c] অ্যারিস্টটল
9. ‘উদ্ভিদ জগতের রত্ন‘ নামে পরিচিত কে?
[a] রিক্টেসিয়া
[b] ডায়াটম
[c] ব্যাকটিরিয়া
[d] সায়ানো ব্যাকটিরিয়া
উত্তরঃ [b] ডায়াটম
10. একটি ব্রায়োফাইট/মসের অঙ্গজদেহ কোন গঠনের প্রতিনিধিত্ব করে-
[a] স্পোরোফাইট
[b] গ্যামেটোফাইট
[c] জেরোফাইট
[d] স্পোরোফাইট অথবা গ্যামেটোফাইট
উত্তরঃ [b] গ্যামেটোফাইট
11. জীবাশ্ম পাওয়া গেছে এমন একটি প্লাঙ্কটন হল-
[a] ডাফনিয়া
[b] পাইরোফাইটা
[c] জিনোফাইটা
[d] ডায়াটম
উত্তরঃ [d] ডায়াটম
12. ইউগ্লিনার চক্ষুবিন্দুতে নিম্নলিখিত কোন রঞ্জকটি ফটোরিসেপ্টার রূপে কাজ করে?
[a] অ্যাসটাজ্যান্থিন
[b] ক্লোরোপ্লাস্ট
[c] ক্যারোটিনয়েড
[d] জ্যাম্বোফিল
উত্তরঃ [a] অ্যাসটাজ্যান্থিন
13. স্যাকসিকোলাস লাইকেন কি?
[a] গাছের গুঁড়িতে জন্মায়
[b] মাটির উপর জন্মায়
[c] পাহাড়ের গায়ে জন্মায়
[d] জলে জন্মায়
উত্তরঃ [c] পাহাড়ের গায়ে জন্মায়
14. প্রাণীজগতে সিলোমেটরা হল-
[a] প্রোটোজোয়া থেকে পরিফেরা
[b] পরিফেরা থেকে নিমাটোহেলমিনফেস
[c] নিমাটোহেলমিনথেস থেকে আর্থ্রোপডা
[d] অ্যানিলিডা থেকে কর্ডাটা
উত্তরঃ [d] অ্যানিলিডা থেকে কর্ডাটা
15. সালফোবোলাস কোন্ ধরণের আর্কিওব্যাকটিরিয়া?
[a] মিথানোজেনস
[b] থার্মো অ্যাসিডোফাইলস
[c] হালোফাইলস্
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] থার্মো অ্যাসিডোফাইলস
16. এমন এক উদ্ভিদগোষ্ঠী যাদের ভ্রুণ গঠিত হয় না-
[a] শৈবাল
[b] ব্রায়োফাইটা
[c] টেরিডোফাইটা
[d] জিম্নোস্পার্ম
উত্তরঃ [a] শৈবাল
17. ‘পন্ড সিল্ক’ নামে পরিচিত নিম্নের কোনটি?
[a] লোহিত শৈবাল
[b] স্পাইরোগাইরা
[c] নীলাভ সবুজ শৈবাল
[d] ভলভক্স
উত্তরঃ [b] স্পাইরোগাইরা
18. একমাত্র সালোকসংশ্লেষকারী উদ্ভিদ যে সমুদ্রের সবচেয়ে গভীরে জন্মায়-
[a] স্পাইরোগাইরা
[b] ভলভক্স
[c] লোহিত শৈবাল
[d] নীলাভ সবুজ শৈবাল
উত্তরঃ [c] লোহিত শৈবাল
19. নিম্নলিখিত কোনটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়?
[a] এদের হোল্ডফাস্ট উপস্থিত
[b] লিঙ্গধর দেহ প্রধান
[c] রেণুধর দেহ লিঙ্গধরের উপর নির্ভরশীল
[d] রাইজয়েড উপস্থিত
উত্তরঃ [a] এদের হোল্ডফাস্ট উপস্থিত
20. মসের ওপর নাম হল-
[a] হেপাটিকপ্সিডা
[b] অ্যানথোসেরোটক্সিডা
[c] ব্রায়োপ্সিডা
[d] হেটেরোক্সিডা
উত্তরঃ [c] ব্রায়োপ্সিডা
21. কোন উদ্ভিদের মুকুল পত্রবিন্যাস কুন্ডলী প্রকৃতির হয়?
[a] ছত্রাক
[b] শৈবাল
[c] ব্রায়োফাইটা
[d] ইকুইজিটাম
উত্তরঃ [d] ইকুইজিটাম
22. লিভারওয়াটস্ ও হর্ণওয়ারটস্ এরা কি জাতীয় উদ্ভিদ?
[a] ছত্রাক
[b] শৈবাল
[c] ব্রায়োফাইটা
[d] টেরিডোফাইটা
উত্তরঃ [c] ব্রায়োফাইটা
23. ক্রিপটোগ্যামস্ হল-
[a] সংবহনকলা বিহীন অপুস্পক
[b] সংবহনকলাযুক্ত অপুস্পক
[c] সংবহনকলাযুক্ত সপুষ্পক
[d] সংবহন কলা যুক্ত সপুষ্পক উদ্ভিদ
উত্তরঃ [b] সংবহনকলাযুক্ত অপুস্পক
24. হর্সটেল টেরিডোফাইটা নিম্নলিখিত কোনটি?
[a] অ্যাজোলা
[b] লাইকোপোডিয়াম
[c] মারসিলিয়া
[d] ইকুইজিটাম
উত্তরঃ [d] ইকুইজিটাম
25. নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটিরিয়াতে দেখা যায়?
[a] চারটি গোলাকার ব্যাকটিরিয়ার সংযুক্তি
[b] বহুসংখ্যক গোলাকার ব্যাকটিরিয়ার ঘনকাকার সজ্জা
[c] বহুসংখ্যক ব্যাকটিরিয়ার গুচ্ছাকার সজ্জা
[d] একক দন্ডাকার ব্যাকটিরিয়া
উত্তরঃ [c] বহুসংখ্যক ব্যাকটিরিয়ার গুচ্ছাকার সজ্জা
26. পৃথিবীর ক্ষুদ্রতম ফার্ণের নাম কি?
[a] মারসিলিয়া
[b] ড্রায়োপটেরিক্স
[c] অ্যানোগ্রামা
[d] সিলভিনিয়া
উত্তরঃ [c] অ্যানোগ্রামা
27. ব্যক্তবীজী ও টেরিডোফাইটার যে বৈশিষ্ট্যটি উভয়ক্ষেত্রে দেখা যায় তা হল-
[a] চিরহরিৎ, শাখাপ্রশাখাযুক্ত
[b] সংবহনকলা, সঙ্গীকোশ ও ট্রাকিয়াবিহীন
[c] নিষেকের পর শস্য উৎপন্ন হয়
[d] নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হয়
উত্তরঃ [a] চিরহরিৎ, শাখাপ্রশাখাযুক্ত
28. পৃথিবীর ক্ষুদ্রতম গুপ্তবীজীর নাম কি?
[a] তিসি
[b] ইউক্যালিপটাস
[c] ধান
[d] উলফিয়া
উত্তরঃ [d] উলফিয়া
29. কোরালয়েড মূল নিম্নলিখিত কোন ব্যক্তবীজী উদ্ভিদে দেখা যায়?
[a] সাইকাস
[b] এফ্রিডা
[c] নিটাম
[d] গিঙ্গোবাইলোবা
উত্তরঃ [a] সাইকাস
30. যে বৈশিষ্ট্যটি ব্যক্তবীজী ও গুপ্তবীজী উভয়ক্ষেত্রে দেখা যায়-
[a] বহু ভ্রণবীজতা লক্ষ্য করা যায়
[b] ফ্লোয়েমকলা সঙ্গীকোশ যুক্ত
[c] শস্য সর্বদা ট্রিপলয়েড
[d] নালিকাবান্ডিল সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত বা বদ্ধ প্রকৃতির
উত্তরঃ [d] নালিকাবান্ডিল সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত বা বদ্ধ প্রকৃতির
31. যখন অনেকগুলি ব্যাকটিরিয়া ঘনকাকারে সজ্জিত থাকে তাকে কি বলে?
[a] সারসিনি
[b] ডিপ্লোকক্কাস
[c] স্টেপটোকক্কাস
[d] মাইক্রোকক্কাস
উত্তরঃ [a] সারসিনি
32. সুগঠিত কলাতন্ত্রযুক্ত প্রাণীদের বলা হয়-
[a] প্রোটোজোয়া
[b] প্যারাজোয়া
[c] এন্টেরোজোয়া
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] এন্টেরোজোয়া
33. ভ্রুনের ব্লাস্টোপোর যখন পায়ুছিদ্রে রূপান্তরিত হয়, তখন তাকে বলে-
[a] ডিউটেরোস্টোম
[b] প্রোটোস্টোম
[c] মেটাস্টোম
[d] মেসোস্টোম
উত্তরঃ [a] ডিউটেরোস্টোম
34. দন্ডাকার ব্যাকটিরিয়াদের বলে-
[a] কক্কাস
[b] ব্যাসিলাস
[c] স্পাইরিলাম
[d] ভিব্রিও
উত্তরঃ [b] ব্যাসিলাস
35. পরিবেশ অনুযায়ী আকৃতি পরিবর্তনে সক্ষম ব্যাকটিরিয়াটি হল-
[a] স্পাইরিলাম
[b] ফিলামেন্টাস
[c] প্লিওমরফিক
[d] প্যালিসেড
উত্তরঃ [c] প্লিওমরফিক
36. প্রাণীদের গ্যাস্টুলা দশায় ভ্রুণজন্তর কয় প্রকারের হয়?
[a] দুই প্রকার
[b] তিন প্রকার
[c] চার প্রকার
[d] পাঁচ প্রকার
উত্তরঃ [b] তিন প্রকার
37. উভয়প্রান্ত এক বা একাধিক ফ্ল্যাজেলা যুক্ত ব্যাকটিরিয়াকে বলে-
[a] অ্যাম্ফিট্রিকাস
[b] পেরিট্রিকাস
[c] লোফোট্রিকাস
[d] অ্যাট্রিকাস
উত্তরঃ [a] অ্যাম্ফিট্রিকাস
38. বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে পরস্পর অংশখন্ডিত দেহখন্ডকদের বলে-
[a] সোমাইট
[b] সিউডোমেটামিয়ার
[c] ট্যাগমা
[d] মেটামিয়ার
উত্তরঃ [d] মেটামিয়ার
39. ফ্ল্যাজেলাবিহীন ব্যাকটিরিয়াকে বলে-
[a] মনোট্রিকাস
[b] অ্যাট্রিকাস
[c] লোফোট্রিকাস
[d] পেরিট্রিকাস
উত্তরঃ [b] অ্যাট্রিকাস
40. অক্সিজেনের উপস্থিতিতে থাকতে পারে না এমন ব্যাকটিরিয়াদের বলে-
[a] ঐচ্ছিক বায়ুজীবী
[b] ঐচ্ছিক অবায়ুজীবী
[c] বাধ্যতামূলক বায়ুজীবী
[d] বাধ্যতামূলক অবায়ুজীবী
উত্তরঃ [d] বাধ্যতামূলক অবায়ুজীবী
41. 20°C – 45°C পর্যন্ত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে এমন ব্যাকটিরিয়াদের কি বলে?
[a] মেসোফিলিক
[b] ব্রুয়োফিলিক
[c] থার্মোফিলিক
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] মেসোফিলিক
42. ভূণমূল থেকে সৃষ্ট মূলকে বলে-
[a] প্রধানমূল
[b] গুচ্ছমূল
[c] অস্থানিক মূল
[d] পত্রাশায়ী মূল
উত্তরঃ [a] প্রধানমূল
43. সিলোম উদ্ভুত হয়-
[a] এস্টোডার্ম থেকে
[b] এন্ডোডার্ম থেকে
[c] মেসোডার্ম থেকে
[d] মেসোগ্লিয়া থেকে
উত্তরঃ [c] মেসোডার্ম থেকে
44. পটলের কান্ডজ মূল কোন ধরণের গুরুত্বপূর্ণ কাজ করে?
[a] খাদ্য সঞ্চয়
[b] যান্ত্রিক কাজ
[c] শরীরবৃত্তীয় কাজ
[d] জনন
উত্তরঃ [d] জনন
45. যে উদ্ভিদের দেহটি কেবলমাত্র মূল দিয়ে গঠিত-
[a] মনোট্রপা
[b] পোডোস্টেমোন
[c] উলফিয়া
[d] টেকোমা
উত্তরঃ [a] মনোট্রপা
46. ব্যাকটিরিয়াতে জিনের পুনঃসংযুক্তিতে যৌনপিলি নির্গত হয় নিম্নলিখিত কোন্ পদ্ধতিতে?
[a] ট্রান্সফরমেশান
[b] ট্রান্সডাকশান
[c] কনজুগেশান
[d] ফিসান
উত্তরঃ [c] কনজুগেশান
47. বহুযোজী মূলত্র দেখা যায়-
[a] কচুরিপানা
[b] কেয়ার ঠেসমূলে
[c] বটের ঝুরিমূলে
[d] a ও c উভয়েই
উত্তরঃ [d] a ও c উভয়েই
48. র্যাফেনাস, ভাউকাস, মিরাবিলিস এদের বিশেষত্ব কি?
[a] পরিবর্তিত কান্ড
[b] পরিবর্তিত প্রধানমূল
[c] পরিবর্তিত পত্র
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] পরিবর্তিত প্রধানমূল
49. রঞ্জক পদার্থযুক্ত প্রোটোপ্লাজমকে বলে-
[a] সাইটোপ্লাজম
[b] সেন্ট্রোপ্লাজম
[c] ল্যামেলাজোম
[d] ক্রোমোপ্লাজম
উত্তরঃ [d] ক্রোমোপ্লাজম
50. নডুলেটেড রুট দেখা যায়-
[a] গরাণ
[b] বিট
[c] মটর
[d] সন্ধ্যামালতী
উত্তরঃ [c] মটর
51. বুলবিল হল-
[a] কান্ডজ মুকুল
[b] বিশেষ মুকুল
[c] সক্রিয় মুকুল
[d] সুপ্ত মুকুল
উত্তরঃ [b] বিশেষ মুকুল
52. কাষ্ঠল, গুঁড়িবিহীন, শাখাপ্রশাখা যুক্ত উদ্ভিদদের কি বলে?
[a] গুল্ম
[b] পর্ণমোচী
[c] চিরহরিৎ
[d] বীরুৎ
উত্তরঃ [d] বীরুৎ
53. মালাকৃতি মূলে কোন ধরণের মূলের রূপান্তর দেখা যায়?
[a] স্থানিক মূল
[b] অস্থানিক মূল
[c] ভান্ডার মূল
[d] সংকোচী মূল
উত্তরঃ [b] অস্থানিক মূল
54. প্রয়োজনে মুকুল পত্রমুকুল বা পুষ্পমুকুলে পরিবর্তিত হলে তাকে বলে-
[a] মিশ্র মুকুল
[b] মূলজ মুকুল
[c] পত্রজ মুকুল
[d] পুষ্প মুকুল
উত্তরঃ [a] মিশ্র মুকুল
55. শাখাবিহীন, নিরেট পর্ব ও সুগঠিত গ্রন্থিল কান্ডকে বলে-
[a] তৃণকান্ড
[b] ব্রততী
[c] অশাথ কান্ড
[d] ভৌম কান্ড
উত্তরঃ [a] তৃণকান্ড
56. ডেক্সট্রোস টারনার কি?
[a] কাষ্ঠল লতা
[b] ডানদিক থেকে বামদিকে বেষ্টন করে উপরে ওঠা লতা
[c] বামদিক থেকে ডানদিকে বেষ্টন করে উপরে ওঠা লতা
[d] রোহিনী
উত্তরঃ [c] বামদিক থেকে ডানদিকে বেষ্টন করে উপরে ওঠা লতা
57. ব্রততীর যে বৈশিষ্ট্যটি রোহিনী থেকে পৃথক করে দেয় তা হল-
[a] কান্ড মাটির উপর অনুভূমিকভাবে বৃদ্ধি পায়
[b] কান্ড কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে
[c] কান্ড থেকে আকর্ষ উৎপন্ন হয়
[d] কান্ডে কখনো কখনো কাঁটা দেখা যায়
উত্তরঃ [a] কান্ড মাটির উপর অনুভূমিকভাবে বৃদ্ধি পায়
58. পান নিম্নলিখিত কোন্ ধরণের রোহিনীর উদাহরণ?
[a] মূল রোহিনী
[b] অঙ্কুশ রোহিনী
[c] আকর্ষ রোহিনী
[d] কন্টক রোহিনী
উত্তরঃ [a] মূল রোহিনী
59. আত্মীকরণমূল দেখা যায়-
[a] গুলঞ
[b] শতমূলী
[c] চুপড়ি আলু
[d] স্বর্ণলতা
উত্তরঃ [b] শতমূলী
60. কান্ডের শাখাপ্রশাখা সজ্জারীতিকে বলে-
[a] ভেনেসান
[b] ফাইলোট্যাক্সি
[c] ব্রাঞ্চিং
[d] ইনফ্লোরেসেন্স
উত্তরঃ [c] ব্রাঞ্চিং
61. পেঁয়াজ হল একটি-
[a] গুঁড়িকন্দ
[b] বেস্টিত কন্দ
[c] শঙ্কিত কন্দ
[d] স্ফীত কন্দ
উত্তরঃ [b] বেস্টিত কন্দ
62. একটি চতুষ্কোন কান্ড হল-
[a] মুথা ঘাস
[b] ফনীমনসা
[c] রক্তদ্রোণ
[d] কুমড়ো
উত্তরঃ [c] রক্তদ্রোণ
63. মাটির মধ্যে অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত কান্ডদের বলা হয়-
[a] স্ফীতকন্দ
[b] গুঁড়িকন্দ
[c] গ্রন্থিকন্দ
[d] কন্দ
উত্তরঃ [d] কন্দ
64. ফাইলোক্ল্যাডে যে বৈশিষ্ট্যটি দেখা যায় না-
[a] একটিমাত্র পর্বযুক্ত
[b] চ্যাপ্টা প্রসারিত
[c] বায়বীয়
[d] পাতা কাঁটায় রূপান্তরিত
উত্তরঃ [a] একটিমাত্র পর্বযুক্ত
65. জলজ শ্বাসমূল দেখা যায়-
[a] কেয়া
[b] রাস্না
[c] স্বর্ণলতা
[d] কেশরদাম
উত্তরঃ [d] কেশরদাম
66. হস্টেরিয়া নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়?
[a] পানিফল
[b] ইপিকাক
[c] স্বর্ণলতা
[d] আমাদা
উত্তরঃ [c] স্বর্ণলতা
67. চাকতি সদৃশ পরিবর্তিত কান্ডের উদাহরণ হল-
[a] ওল
[b] আলু
[c] হলুদ
[d] পেঁয়াজ
উত্তরঃ [d] পেঁয়াজ
68. শতমূলীর কাণ্ডের প্রকৃতি কি রূপ?
[a] ক্ল্যাডোড
[b] ফাইলোক্ল্যাড
[c] টেন্ড্রিল
[d] সিউডো বাল্ব
উত্তরঃ [a] ক্ল্যাডোড
69. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পরশ্রয়ীমূলের বৈশিষ্ট্য নয়?
[a] সবুজবর্ণের
[b] বায়বীয়
[c] ভেলামেনযুক্ত
[d] অবায়বীয়
উত্তরঃ [a] সবুজবর্ণের
70. ঝুমকোলতায় আকর্ষ কিসের রূপান্তর?
[a] কাক্ষিক মুকুল
[b] অগ্রমুকুল
[c] পুষ্পমঞ্জুরি অক্ষের
[d] কান্ডের
উত্তরঃ [a] কাক্ষিক মুকুল
71. ভ্রুণাক্ষের পর্ব থেকে উৎপন্ন পাতার মতো অংশকে বলে-
[a] পুষ্পপত্র
[b] শল্কপত্র
[c] পল্লবপত্র
[d] বীজপত্র
উত্তরঃ [d] বীজপত্র
72. জলসঞ্চয়কারী স্ফীত কন্দকে কী বলে?
[a] স্ফীত কন্দ
[b] মেকি কন্দ
[c] বুলবিল
[d] গ্রন্থিকন্দ
উত্তরঃ [b] মেকি কন্দ
73. সালোকসংশ্লেষে সক্ষম একটি মূল হল-
[a] হস্টেরিয়া
[b] হ্যাপটেরা
[c] আত্তীকরণ
[d] অ্যানুলেটেড
উত্তরঃ [c] আত্তীকরণ
74. নিম্নলিখিত কোন পত্রটি ব্যক্তবীজী উদ্ভিদে দেখা যায়?
[a] রেণুপত্র
[b] পুষ্পপত্র
[c] উপপত্র
[d] পল্লবপত্র
উত্তরঃ [a] রেণুপত্র
75. নিম্নলিখিত কোন পত্রবৃন্তটি পর্ণবৃন্তযুক্ত?
[a] ঝুমকোলতা
[b] আকাশমনি
[c] লেবু
[d] কচুরিপানা
উত্তরঃ [c] লেবু
76. মটরগাছের উপপত্র নিম্নলিখিত কোন প্রকারের হয়?
[a] আকর্ষীভূত
[b] কণ্টকাকার
[c] মুকুলাবরণ
[d] ফলকাকার
উত্তরঃ [d] ফলকাকার
77. কচুরিপানায় যে পরিবর্তিত অর্ধবায়ব কান্ড দেখা যায়, তা হল-
[a] ধাবক
[b] বক্রধাবক
[c] খর্ব ধাবক
[d] উর্দ্ধ ধাবক
উত্তরঃ [c] খর্ব ধাবক
78. দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়েও সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়-
[a] সুলতান চাঁপা
[b] উলট চন্ডাল
[c] কচু
[d] আম
উত্তরঃ [c] কচু
79. নিম্নলিখিত কোন পাতাটি একশিরাল সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত?
[a] অশ্বত্থ
[b] তেজপাতা
[c] বাঁশপাতা
[d] কলাপাতা
উত্তরঃ [d] কলাপাতা
80. জোড়া সংখ্যক পত্রকযুক্ত পাতাকে বলে-
[a] অচূড় পাতা
[b] সচূড় পাতা
[c] দ্বিফলক
[d] ত্রিফলক
উত্তরঃ [a] অচূড় পাতা
81. যে পাতায় পত্রমূল, পত্রবৃন্ত ও পত্রফলক থাকে, তাকে বলে-
[a] অসম্পূর্ণ পাতা
[b] পত্রক্ষত
[c] সম্পূর্ণ পাতা
[d] অবৃন্তক পাতা
উত্তরঃ [c] সম্পূর্ণ পাতা
82. একটি সূচ্যাকার পত্রফলকযুক্ত উদ্ভিদ হল-
[a] রজনীগন্ধা
[b] কলসপত্রী
[c] বাঁশ
[d] পাইন
উত্তরঃ [d] পাইন
83. একবীজপত্রী উদ্ভিদ হয়েও জালকাকার শিরাবিন্যাস দেখা যায়-
[a] কুমড়োপাতা
[b] জবা পাতা
[c] কুমারিকা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] কুমারিকা
84. পত্রমূল চওড়া ও ডানার ন্যায় আকৃতি ধারণ করলে তাকে বলে-
[a] ডেকারেন্ট
[b] কান্ডবেস্টক
[c] পালভিনাস
[d] কোনোটিই নয়
উত্তরঃ [a] ডেকারেন্ট
85. বেলপাতা হল-
[a] ত্রিপক্ষল
[b] ত্রিফলক
[c] সচুড় পক্ষল
[d] অতিযৌগিক
উত্তরঃ [b] ত্রিফলক
86. যৌগিকপত্রে নিম্নলিখিত যে বৈশিষ্ট্যটি থাকে না-
[a] পত্রফলক সম্পূর্ণ খন্ডিত হয়
[b] কাক্ষিক মুকুল থাকে
[c] শীর্ষ মুকুল থাকে
[d] উপপত্র অনুপস্থিত
উত্তরঃ [b] কাক্ষিক মুকুল থাকে
87. শাখাকন্টক কিসের রূপান্তর?
[a] পাতার রূপান্তর
[b] আকর্ষের রূপান্তর
[c] জননমুকুলের রূপান্তর
[d] কাক্ষিক মুকুল
উত্তরঃ [d] কাক্ষিক মুকুল
88. কোন পাতার পত্রফলকের শীর্ষ আকর্ষযুক্ত?
[a] আম
[b] কলাপাতা
[c] উলট চন্ডাল
[d] আনারস
উত্তরঃ [c] উলট চন্ডাল
89. নিম্নলিখিত কোন উদ্ভিদে পত্রবৃন্ত আকর্ষে রূপান্তরিত হয়েছে?
[a] কলসপত্রী
[b] কুমারিকা
[c] উলট চন্ডাল
[d] জংলিমটর
উত্তরঃ [a] কলসপত্রী
90. একবীজপত্রী উদ্ভিদের মূলের নালিকাবান্ডিলের কোন বৈশিষ্ট্যটি সঠিক?
[a] অরীয় প্রকৃতির ও জাইলেম এক্সার্ক প্রকৃতির
[b] জাইলেম ও ফ্রোয়েমের সংখ্যা ছয়-এর কম
[c] জাইলেম বহুকোণ বিশিষ্ট হয় এবং এন্ডার্ক
[d] গৌণবৃদ্ধি লক্ষ্য করা যায়
উত্তরঃ [a] অরীয় প্রকৃতির ও জাইলেম এক্সার্ক প্রকৃতির
91. বৃহত্তম পাতাযুক্ত উদ্ভিদটির নাম হল-
[a] র্যাফিয়া ভিনিফেরা
[b] ভিক্টোরিয়া আমাজোনিকা
[c] কেলোকেসিয়া
[d] স্লাইল্যাক্স
উত্তরঃ [b] ভিক্টোরিয়া আমাজোনিকা
92. বান্ডিল টুপি নিম্নলিখিত কোন ধরণের কলা দ্বারা গঠিত?
[a] প্যারেনকাইমা
[b] কোলেনকাইমা
[c] স্ক্লেরেনকাইমা
[d] ক্লোরেনকাইমা
উত্তরঃ [c] স্ক্লেরেনকাইমা
93. দ্বিবীজপত্রী উদ্ভিদের কোন স্তরকে শ্বেতসার আবরণী বলে?
[a] বহিস্তক
[b] অন্তত্ত্বক
[c] অধত্ত্বক
[d] সাধারণ বহিস্তর
উত্তরঃ [b] অন্তত্ত্বক
94. একই উদ্ভিদে দুই বা ততোধিক ভিন্ন আকৃতির পাতা জন্মালে তাকে বলে-
[a] অ্যানআইসোফাইলি
[b] হোমোফাইলি
[c] হেটেরোফাইলি
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] হেটেরোফাইলি
95. লাইসোজেনাস গহ্বর কোথায় দেখা যায়?
[a] বান্ডিল টুপি
[b] পেরিচক্র
[c] মেটাজাইলেম
[d] প্রোটোজাইলেম
উত্তরঃ [d] প্রোটোজাইলেম
96. সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল দেখা যায়-
[a] একবীজপত্রী কান্ডে
[b] একবীজপত্রী মূলে
[c] দ্বিবীজপত্রী কান্ডে
[d] দ্বিবীজপত্রী মূলে
উত্তরঃ [a] একবীজপত্রী কান্ডে
97. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পাতার কাজ নয়?
[a] আত্মরক্ষা
[b] জল শোষণ
[c] গ্যাসীয় বিনিময়
[d] বাষ্প মোচন
উত্তরঃ [b] জল শোষণ
98. নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডে দেখা যায় না-
[a] বান্ডিল টুপি অনুপস্থিত
[b] পরিচক্র বর্তমান
[c] অধস্তকে স্ক্লেরেনকাইমা কলা দেখা যায়
[d] a ও c উভয়ই ঠিক
উত্তরঃ [d] a ও c উভয়ই ঠিক
99. প্রতি পত্ররন্ধ্রের পিছনে অবস্থান করে-
[a] শ্বাসগহ্বর
[b] রক্ষী কোশ
[c] প্যারেনকাইমা কলা
[d] শ্বেতসার দানা
উত্তরঃ [a] শ্বাসগহ্বর
100. নিম্নলিখিত কোনটি মূলের বৈশিষ্ট্য নয়?
[a] ত্বককোশে রোমগুলি বহুকোশী
[b] নালিকা বান্ডিলের সংখ্যা দুই
[c] জাইলেম এন্ডার্ক প্রকৃতির
[d] সবগুলি
উত্তরঃ [d] সবগুলি
Next Set -> 5: https://www.iqversity.com/jenpas/biology-mcq-for-jenpas-ug-bn-part-5/
Previous Set -> 3: https://www.iqversity.com/jenpas/biology-mcq-for-jenpas-ug-bn-part-3/
Welcome to the ultimate resource for Biology MCQs, specially designed for Jenpas UG aspirants! This comprehensive collection of multiple-choice questions is tailored to help you excel in your entrance exam by mastering the essential concepts of biology.
This page features a meticulously curated selection of Biology MCQs aligned with the Jenpas UG exam syllabus, ensuring that you are well-prepared to tackle the challenges of the test. Each question has been crafted to enhance your understanding of core biological concepts and to test your knowledge effectively.
To aid in your learning, our collection includes detailed answers and explanations for every question. These not only help you verify your answers but also provide a deeper understanding of key biological principles, enabling you to confidently solve similar problems in the actual exam.
By practicing with our Biology MCQ for Jenpas UG, you’ll develop the skills and confidence needed to excel in your exam. It also ensures that you thoroughly understand the foundational concepts of biology, which are critical for success in competitive medical and paramedical entrance exams.
So, don’t wait! Start your preparation now with Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set. Strengthen your concepts, sharpen your skills, and take a confident step toward success in the Jenpas UG exam!
Stay tuned for more questions and future parts of this series, as we continue to guide you on your journey to achieving your medical and paramedical career goals.