Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set Part – 1

আপনি যদি Jenpas UG বা কোনো Medical ও Paramedical প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set আপনার জন্য উপযুক্ত! এখানে জীববিদ্যার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।

এই সংগ্রহে Biology MCQ প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে Jenpas UG পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আপনি বিভিন্ন অধ্যায়ের ধারণাগুলো সহজেই বুঝতে পারেন।

নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি কেবল Jenpas UG পরীক্ষাতেই ভালো ফল করতে পারবেন না, বরং জীববিদ্যার প্রতি গভীর আগ্রহ ও জ্ঞান অর্জন করবেন। পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারা এবং দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা তৈরি করাও সম্ভব।

তাই আর অপেক্ষা না করে এখনই শুরু করুন Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set থেকে আপনার প্রস্তুতি। সামনে আরও পর্ব এবং প্রশ্নপত্র আসছে, যা আপনার Jenpas UG পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে। এখনই প্রস্তুতি শুরু করুন এবং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যান!

1. জীববিদ্যার জনক হলেন-

[a] অ্যারিস্টটল
[b] ল্যামার্ক
[c] ট্রাভিনেরাস
[d] চ্যাপম্যান

উত্তরঃ [a] অ্যারিস্টটল

2. বায়োলজি শব্দের প্রবর্তক হলেন-

[a] ল্যামার্ক
[b] অ্যারিস্টটল
[c] ডারউইন
[d] গ্যালিলিও

উত্তরঃ [a] ল্যামার্ক

3. জিনের হঠাৎ স্থায়ী পরিবর্তনকে বলে-

[a] ডিলিশান
[b] মিউটেশান
[c] মিউটাবিলিটি
[d] জিনোম

উত্তরঃ [b] মিউটেশান

4. এক ন্যানোমিটার সমান কতো মাইক্রোমিটার?

[a] 1 \text{ nm} = 10^{-4} \text{ μm}
[b] 1 \text{ nm} = \frac{1}{1000} \text{ μm}
[c] 1 \text{ nm} = \frac{1}{1000} \text{ m}
[d] 1 \text{ nm} = \frac{1}{10} \text{ Å}

উত্তরঃ [b] 1 \text{ nm} = \frac{1}{1000} \text{ μm}

5. কত ন্যানোমিটারে এক অ্যাংস্ট্রম?

[a] 1 \text{ Å} = \frac{1}{10} \text{ nm}
[b] 1 \text{ Å} = \frac{1}{100} \text{ nm}
[c] 1 \text{ Å} = \frac{1}{1000} \text{ nm}
[d] 1 \text{ Å} = 10^{-4} \text{ nm}

উত্তরঃ [a] 1 \text{ Å} = \frac{1}{10} \text{ nm}

6. ভাইরাস অকোশীয় কারণ-

[a] সাইটোপ্লাজম যুক্ত
[b] সাইটোপ্লাজম বিহীন
[c] নিউক্লিক অ্যাসিড বিহীন
[d] কোশপর্দা যুক্ত

উত্তরঃ [b] সাইটোপ্লাজম বিহীন

7. জিবদেহে প্রতি মুহূর্তে ঘটে চলা অসংখ্য রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বলে-

[a] বিপাক
[b] সালোকসংশ্লেষ
[c] শ্বসন
[d] পুষ্টি

উত্তরঃ [a] বিপাক

8. 1869 সালে ফ্রেডরিখ মিসার পুঁজ থেকে যা আবিষ্কার করেছিলেন, তা হল-

[a] RNA
[b] DNA
[c] Nuclein
[d] Nucleus

উত্তরঃ [c] Nuclein

9. অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন গঠন কোন ধরনের বিপাক ক্রিয়া?

[a] অপচিতিমূলক
[b] উপচিতিমূলক
[c] ভাঙনমূলক
[d] ‘a’ ও ‘b’ সঠিক

উত্তরঃ [b] উপচিতিমূলক

10. প্রোটোপ্লাজমের অন্তঃকরণ দ্বারা জীবের বৃদ্ধি ঘটলে, তাকে বলে-

[a] এক্রিশান
[b] অ্যাডিশান
[c] ইনটুসাসেপশান
[d] কোনোটিই নয়

উত্তরঃ [c] ইনটুসাসেপশান

11. জড় বস্তুতে সমজাতীয় অণুর সংযোজন যে বৃদ্ধি ঘটে, তাকে বলে-

[a] বহিঃসংযোজন
[b] অন্তঃসংযোজন
[c] অ্যাক্রিশান
[d] ‘a’ ও ‘c’ সঠিক

উত্তরঃ [d] ‘a’ ও ‘c’ সঠিক

12. পরিবেশের সাথে মানিয়ে চলার জন্য জীবদেহের যে গঠনগত ও শারীরবৃত্তীয় স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তন ঘটে, তাকে বলে-

[a] পরিব্যাক্তি
[b] অভিযোজন
[c] অভিব্যাক্তি
[d] মিউটাবিলিটি

উত্তরঃ [b] অভিযোজন

13. যে ব্যতিক্রমী ক্ষমতার উপর নির্ভর করে জীবকে জড় থেকে আলাদা করা যায় তা হল-

[a] বৃদ্ধি ও সঞ্চালন
[b] সংবেদনশীলতা
[c] ক্রিয়া-প্রতিক্রিয়া
[d] জনন

উত্তরঃ [d] জনন

14. হোমিওস্ট্যাসিস হল-

[a] অভ্যন্তরীণ সাম্যতা
[b] স্থিতিশীল অবস্থা
[c] সাম্যাবস্থার সূচক
[d] সবগুলি সঠিক

উত্তরঃ [d] সবগুলি সঠিক

15. কোশ বিন্যাসের মাধ্যমে জীবদেহ গঠনের সঠিক পদ্ধতিকে বলা হয়-

[a] মরফোজেনেসিস
[b] এমব্রায়োজেনেসিস
[c] সাইটোজেনেসিস
[d] ডেভেলপমেন্ট

উত্তরঃ [a] মরফোজেনেসিস

16. বায়োডাইভারসিটি (Biodiversity) কথাটি প্রচলন করেন-

[a] ওডাম
[b] রোজেন
[c] চ্যাপম্যান
[d] হ্যালডেন 

উত্তরঃ [b] রোজেন

17. কত সালে বায়োডাইভারসিটি কথাটি প্রথম প্রচলিত হয়?

[a] 1980 সালে
[b] 1982 সালে
[c] 1983 সালে
[d] 1985 সালে

উত্তরঃ [d] 1985 সালে

18. হটস্পট ধারণার প্রবর্তক হলেন?

[a] মেয়ার
[b] মায়ার্স
[c] সিম্পসন
[d] রাইট

উত্তরঃ [b] মায়ার্স

19. আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হল-

[a] পূর্বঘাট ও পশ্চিমঘাট
[b] পশ্চিমঘাট ও পূর্ব হিমালয়
[c] সুন্দরবন ও কচ্ছেররণ
[d] কেরালা

উত্তরঃ [a] পূর্বঘাট ও পশ্চিমঘাট

20. আলফা বৈচিত্র্য হল-

[a] প্রাজাতি বৈচিত্র্য
[b] জেনেটিক বৈচিত্র্য
[c] কমিউনিটি বৈচিত্র্য
[d] কোনােটিই নয়

উত্তরঃ [c] কমিউনিটি বৈচিত্র্য

21. একটি নির্দিষ্ট ভৌগলিক ক্ষেত্রের মধ্যে থাকা দুটি আলাদা বাসস্থানে থাকা প্রজাতির প্রাচুর্যকে বলে-

[a] আলফা বৈচিত্র্য
[b] গামা বৈচিত্র্য
[c] বিটা বৈচিত্র্য
[d] আন্তঃকমিউনিটি বৈচিত্র্য

উত্তরঃ [c] বিটা বৈচিত্র্য

22. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নিম্নের কত প্রকার?

[a] একপ্রকার
[b] দুইপ্রকার
[c] তিনপ্রকার
[d] চারপ্রকার

উত্তরঃ [c] তিনপ্রকার

23. আলফা বৈচিত্র্য নিম্নলিখিত কোন বৈচিত্র্যের অন্তর্ভুক্ত?

[a] প্রজাতি বৈচিত্র্য
[b] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
[c] জিনগত বৈচিত্র্য
[d] গামা বৈচিত্র্য

উত্তরঃ [a] প্রজাতি বৈচিত্র্য

24. জীববৈচিত্র্য হল প্রকৃত পক্ষে-

[a] কোনো নির্দিষ্ট স্থানে বহু জীবের সমাহার
[b] বিপুল সংখ্যায় জিনপুল
[c] জীব মণ্ডলের সঠিক সংরক্ষণ
[d] সবগুলি সঠিক

উত্তরঃ [a] কোনো নির্দিষ্ট স্থানে বহু জীবের সমাহার

25. ভারতবর্ষে বায়োলোজিকাল ডাইভারসিটি অ্যাক্ট কত সালে প্রচলিত হয়?

[a] 2002 সালে
[b] 2003 সালে
[c] 2004 সালে
[d] 2005 সালে

উত্তরঃ [a] 2002 সালে

26. কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকার ঘটনাকে বলে-

[a] মহা জীববৈচিত্র
[b] এনডেমিজ
[c] এনডেমিক প্রজাতি
[d] হটস্পট

উত্তরঃ [b] এনডেমিজ

27. কোনো একটি অঞ্চলের সমগ্র সজীব উপাদানকে ঐ অঞ্চলের কি বলা হয়?

[a] বায়োটা
[b] প্রজাতি বৈচিত্র্য
[c] কমিউনিটি
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] বায়োটা

28. কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ প্রজাতিকে বলে-

[a] ফনা
[b] বায়োটা
[c] ফ্লোরা
[d] ফাইটোপ্ল্যাঙ্কটন

উত্তরঃ [c] ফ্লোরা

29. পৃথিবীতে সর্বাধিক জীববৈচিত্র লক্ষ্য করা যায়-

[a] পশ্চিমঘাট পর্বতমালা
[b] পূর্বঘাট পর্বতমালা
[c] আন্টার্কটিকা অঞ্চলে
[d] আমাজন নদী অঞ্চলের ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে

উত্তরঃ [d] আমাজন নদী অঞ্চলের ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে

30. সমগ্র বিশ্বে মোট কতগুলি হটস্পট অঞ্চল আছে?

[a] 31 টি
[b] 32 টি
[c] 33 টি
[d] 34 টি

উত্তরঃ [d] 34 টি

31. জীব বৈচিত্র হ্রাসের মুখ্য কারণ হল-

[a] বাসস্থান অবলুপ্তি ও খন্ডীভবন
[b] মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি
[c] সামাজিক বনসৃজন বৃদ্ধি
[d] ওজোন স্তরের ঘনত্ব বৃদ্ধি

উত্তরঃ [a] বাসস্থান অবলুপ্তি ও খন্ডীভবন

32. সুন্দরবন বাস্তুতন্ত্রের কিস্টোন প্রিডেটর হল-

[a] কুমির
[b] প্রন
[c] রয়েল বেঙ্গল টাইগার
[d] মৌমাছি

উত্তরঃ [c] রয়েল বেঙ্গল টাইগার

33. কোনো একটি বাস্তুুতান্ত্রিক পরিবেশে যখন কোনো প্রজাতি অবলুপ্তের কারণে বায়োস্ফিয়ার অবলুপ্তির কারণ হয়ে দাঁড়ালে, তখন ঐ প্রজাতিকে বলে-

[a] অবলুপ্ত প্রজাতি
[b] কিস্টোন প্রজাতি
[c] লুপ্তপ্রায় প্রজাতি
[d] সংকট প্রজাতি

উত্তরঃ [b] কিস্টোন প্রজাতি

34. IUCN দ্বারা পরিচালিত যে পুস্তকে নির্দিষ্ট অঞ্চলের বিরল ও বিপদগ্রস্থ উদ্ভিদ প্রজাতির নাম ও সংক্ষণ সম্পর্কে আলোচনা করা হলে, তাকে বলে-

[a] রেড ডাটাবুক
[b] গ্রিন ডাটাবুক
[c] ইয়োলো ডাটাবুক
[d] ব্রাউন ডাটাবুক

উত্তরঃ [a] রেড ডাটাবুক

35. তুষার চিতা নিম্নের কোন ধরণের প্রজাতির মধ্যে পড়ে?

[a] অবলুপ্ত
[b] চরম বিপন্ন
[c] বিপন্ন
[d] সংকটপন্ন

উত্তরঃ [c] বিপন্ন

36. কোন সংস্থা বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির তথ্য প্রকাশ করে?

[a] ইউনাইটেড স্টেট্‌স এনভাইরনমেন্টাল প্রোটেক্শন এজেন্সি
[b] ইউরোপিয়ান এনভাইরনমেন্ট এজেন্সি
[c] এনভাইরনমেন্টাল ডিফেন্স ফান্ড
[d] ইন্টারন্যাশনাল ইউনিওন ফর কনযারভেশন অফ নেচার

উত্তরঃ [d] ইন্টারন্যাশনাল ইউনিওন ফর কনযারভেশন অফ নেচার

37. কৃষ্ণসার হরিণ নিম্নের কোন্ ধরনের প্রজাতির অন্তর্ভুক্ত?

[a] সংকটাপন্ন
[b] প্রায় বিপদগ্রস্ত
[c] বিপন্ন
[d] চরম বিপন্ন

উত্তরঃ [a] সংকটাপন্ন

38. IUCN ক্যাটেগরির সংখ্যা হল-

[a] 7 টি
[b] 9 টি
[c] 11 টি
[d] 13 টি

উত্তরঃ [a] 7 টি

39. জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতিকে বলে-

[a] এক্স-সিটু সংরক্ষণ
[b] ইন-সিটু সংরক্ষণ
[c] a ও b উভয়ই
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] ইন-সিটু সংরক্ষণ

40. নিম্নের যেটি ইনসিটু সংরক্ষণ ক্ষেত্র নয়-

[a] চিড়িয়াখানা
[b] অ্যাকোয়ারিয়াম
[c] A ও B সঠিক
[d] জাতীয় উদ্যান

উত্তরঃ [c] A ও B সঠিক

41. এক্সসিটু সংরক্ষণের অন্তর্গত নয়-

[a] জীন ব্যাংক
[b] চিড়িয়াখানা
[c] অভয়ারণ্য
[d] বোটানিক্যাল গার্ডেন

উত্তরঃ [c] অভয়ারণ্য

42. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

[a] উত্তরপ্রদেশ
[b] উত্তরাখণ্ড
[c] কর্নাটক
[d] মধ্যপ্রদেশ

উত্তরঃ [d] মধ্যপ্রদেশ

43. বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

[a] কর্নাটক
[b] উত্তরাখণ্ড
[c] জম্মু-কাশ্মীর
[d] মধ্যপ্রদেশ

উত্তরঃ [a] কর্নাটক

44. ডামপা হল-

[a] বায়োস্ফিয়ার রিজার্ভ
[b] অভয়ারণ্য
[c] জাতীয় উদ্যান
[d] সংরক্ষিত অরণ্য

উত্তরঃ [b] অভয়ারণ্য

45. ডামপা অভয়ারণ্য কোথায় অবস্থিত?

[a] মণিপুর
[b] ত্রিপুরা
[c] মিজোরাম
[d] অরুণাচল প্রদেশ

উত্তরঃ [c] মিজোরাম

46. ভারতবর্ষে ঘোষিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হল-

[a] সুন্দরবন
[b] বন্দিপুর
[c] জিমকরবেট
[d] নীলগিরি

উত্তরঃ [d] নীলগিরি

47. একটি বায়োস্ফিয়ার রিজার্ভে কটি অঞ্চল থাকে?

[a] একটি
[b] দুটি
[c] তিনটি
[d] চারটি

উত্তরঃ [c] তিনটি

48. নিম্নের কোনটি এক্সসিটু সংরক্ষণ পদ্ধতি?

[a] চিড়িয়াখানা
[b] বোটানিক্যাল গার্ডেন
[c] ক্রয়োপিজারভেশন
[d] সবগুলি সঠিক

উত্তরঃ [d] সবগুলি সঠিক

49. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?

[a] এন্টোমোলজি
[b] অরনিথোলজি
[c] এপিকালচার
[d] মাইক্রোবায়োলজি

উত্তরঃ [a] এন্টোমোলজি

50. Taxonomy শব্দটির প্রবর্তক হলেন-

[a] থিওফ্রেটাস
[b] জন রে
[c] লিনিয়াস
[d] ক্যানডোলে

উত্তরঃ [d] ক্যানডোলে

51. পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল-

[a] এরিথ্রোমাইসিন
[b] পেনিসিলিন
[c] ক্লোরামফেনিকল
[d] রিফামপিসিন

উত্তরঃ [b] পেনিসিলিন

52. শ্রেণিবিন্যাসের তত্ত্ব ও ব্যবহারিক প্রয়োেগই হল ট্যাক্সোনমি-কার উক্তি?

[a] সিম্পসন
[b] লিনিয়াস
[c] মেয়ার
[d] ক্যানডোলে

উত্তরঃ [b] লিনিয়াস

53. শ্রেণিবিন্যাসের জনক বলে-

[a] হাচিনসন
[b] অ্যাবলার
[c] লিনিয়াস
[d] ওপারিন

উত্তরঃ [c] লিনিয়াস

54. সুশ্রুতসংহিতায় চলন ক্ষমতা যুক্ত প্রাণীদের কি বলা হয়েছে?

[a] জঙ্গম
[b] স্থাবার
[c] ন্যাচুরি
[d] অ্যানিমেলা

উত্তরঃ [a] জঙ্গম

55. জেনেরা প্লান্টেরাম গ্রন্থটির রচয়িতা হলেন-

[a] বেন্থাম ও হুকার
[b] রে ও হাচিনসন
[c] লিনিয়াস ও ক্যানডোলে
[d] প্রেইন ও হুকার

উত্তরঃ [c] লিনিয়াস ও ক্যানডোলে

56. “সিস্টেমা ন্যাচুরি” (Systema Naturae) গ্রন্থটির রচয়িতা হলেন-

[a] হুইটেকার
[b] হাচিনসন
[c] সিম্পসন
[d] লিনিয়াস

উত্তরঃ [d] লিনিয়াস

57. যন্ত্রের সাহায্যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিন্যাসবিধিকে বলে-

[a] সাইটো ট্যাক্সোনমি
[b] এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি
[c] কেমো ট্যাক্সোনমি
[d] নিউম্যারিকাল ট্যাক্সোনমি

উত্তরঃ [d] নিউম্যারিকাল ট্যাক্সোনমি

58. ক্রোমোজোম সংখ্যা ও কোশ বিভাজনের উপর নির্ভর করে যে বিন্যাসবিধি করা হয়-

[a] ক্ল্যাসিক্যাল ট্যাক্সোনমি
[b] ক্যারিওট্যাক্সনমি
[c] এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি
[d] সাইটোট্যাক্সোনমি

উত্তরঃ [d] সাইটোট্যাক্সোনমি

59. আলফা ট্যাক্সোনমির বৈশিষ্ট্য হল-

[a] জীবের বাহ্যিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ
[b] জীবের জৈবিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ
[c] জীবের মধ্যে যথাযথ সম্পর্ক পর্যবেক্ষণ
[d] উপরের সবকটি বৈশিষ্ট্য সঠিক

উত্তরঃ [a] জীবের বাহ্যিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ

60. ট্যাক্সন হল-

[a] শ্রেণিবিন্যাসের একক
[b] সিস্টেমেটিক্সের একক
[c] ক্যাটেগরির একক
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] শ্রেণিবিন্যাসের একক

61. দ্বি-পদ নামকরণের পদ দুটি হল-

[a] পর্ব ও উপপর্ব
[b] উপপর্ব ও শ্রেণি
[c] গোত্র ও গণ
[d] গণ ও প্রজাতি

উত্তরঃ [d] গণ ও প্রজাতি

62. দ্বি-পদ নামকরণের জনক বলা হয়-

[a] ল্যামার্ক
[b] সিম্পসন
[c] লিনিয়াস
[d] বেনথাম

উত্তরঃ [c] লিনিয়াস

63. বিজ্ঞানসম্মত নামে কোন ভাষাটি ব্যবহৃত হয়?

[a] ইংরেজী
[b] গ্রীক
[c] ল্যাতিন
[d] স্প্যানিশ

উত্তরঃ [c] ল্যাতিন

64. Homo sapiens sapiens এরূপ নামকরণকে কি বলে?

[a] দ্বি-পদ নামকরণ
[b] ত্রি-পদ নামকরণ
[c] বহুপদ নামকরণ
[d] একপদ নামকরণ

উত্তরঃ [b] ত্রি-পদ নামকরণ

65. কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভূক্ত করার প্রক্রিয়াকে বলা হয়-

[a] শনাক্তকরণ
[b] নামকরণ
[c] শ্রেণিবিন্যাস
[d] বৈশিষ্ট্যায়ন

উত্তরঃ [c] শ্রেণিবিন্যাস

66. শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা হল-

[a] জীবের পারস্পরিক সম্পর্ক নির্ণয়
[b] হারানো যোগসূত্রের সন্ধান
[c] বিবর্তনের পথের সন্ধান
[d] উপরের সবগুলি প্রযোজ্য

উত্তরঃ [d] উপরের সবগুলি প্রযোজ্য

67. “Systematics” শব্দটি প্রথম ব্যবহার করেন-

[a] অ্যারিস্টটল
[b] বেনথাম
[c] লিনিয়াস
[d] হুকার

উত্তরঃ [c] লিনিয়াস

68. প্রাকৃতিক শ্রেণিবিন্যাসের কথা প্রথম উল্লেখ করেন-

[a] লিনিয়াস
[b] ব্যোম ও হুকার
[c] সিসালপিনো
[d] থিওফ্রাসটাস ও হুকার

উত্তরঃ [b] ব্যোম ও হুকার

69. কয় প্রকারের শ্রেণিবিন্যাস দেখা যায়?

[a] দুই প্রকার
[b] তিন প্রকার
[c] চার প্রকার
[d] পাঁচ প্রকার

উত্তরঃ [b] তিন প্রকার

70. বংশগতিকে ভিত্তি করে যে শ্রেণিবিন্যাস করা হয় তাকে বলে-

[a] প্রাকৃতিক শ্রেণিবিন্যাস
[b] কৃত্রিম শ্রেণিবিন্যাস
[c] জাতিজনিগত শ্রেণিবিন্যাস
[d] উপরের কোন্টিই নয়

উত্তরঃ [c] জাতিজনিগত শ্রেণিবিন্যাস

71. এঙ্গলার ও হাচিনসন কোন্ ধরণের শ্রেণিবিন্যাসের জন্য বিখ্যাত?

[a] প্রাকৃতিক
[b] কৃত্রিম
[c] জাতিজনিগত
[d] স্বাভাবিক

উত্তরঃ [c] জাতিজনিগত

72. Systematics- এর মাধ্যমে জানা যায়-

[a] বিবর্তনের ধারা
[b] নতুন জীব আবিষ্কার
[c] সম্পর্ক নির্ধারণ
[d] সবকটি তথ্য সঠিক

উত্তরঃ [d] সবকটি তথ্য সঠিক

73. ট্যাক্সোনমি ও বিবর্তন উভয়ই বিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?

[a] সিস্টোমেটিক্স
[b] ট্যাক্সোনমি
[c] শ্রেণিবিন্যাস
[d] শনাক্তকরণ

উত্তরঃ [a] সিস্টোমেটিক্স

74. লিনিয়ার হায়ারীর্কিতে ব্যবহৃত প্রধান ক্যাটেগরির সংখ্যা কত?

[a] পাঁচ
[b] ছয়
[c] সাত
[d] নয়

উত্তরঃ [c] সাত

75. ট্যাক্সোনমির সর্বনিম্ন ট্যাক্সনের নাম হল-

[a] পর্ব
[b] গোত্র
[c] শ্রেণি
[d] প্রজাতি

উত্তরঃ [d] প্রজাতি

76. একটি প্রজাতি যুক্ত গণকে বলে-

[a] মনোটাইপিক জেনাস
[b] পলিটাইপিক জেনাস
[c] পলিটাইপিক প্রজাতি
[d] রেস

উত্তরঃ [a] মনোটাইপিক জেনাস

77. কোনো অজানা জীবকে দ্রুত শনাক্তকরণ – এর পদ্ধতি হল-

[a] গোষ্ঠীভুক্তিকরণ
[b] নামকরণ
[c] ট্যাক্সোনমিক কী
[d] ক্যাপলেট

উত্তরঃ [c] ট্যাক্সোনমিক কী

78. et al শব্দটি ব্যবহৃত হয়-

[a] বিজ্ঞানসম্মত নাম একজন করলে
[b] বিজ্ঞানসম্মত নাম একজনের বেশি করলে
[c] বিজ্ঞানসম্মত নাম দু’জন করলে
[d] বিজ্ঞানসম্মত নাম দুজনের বেশি করলে

উত্তরঃ [d] বিজ্ঞানসম্মত নাম দুজনের বেশি করলে

79. যে বিশেষ টাইপ নমুনাটি বর্ণনা ও নামকরণ আবিষ্কার করেন তাকে বলে-

[a] হলোটাইপ
[b] প্যারাটাইপ
[c] অ্যালোটাইপ
[d] আইসোটাইপ

উত্তরঃ [a] হলোটাইপ

80. দুটি পৃথক জীবের নামকরণ, বানান ও উচ্চারণ এক হলে তাকে বলে-

[a] সিনোনিম
[b] টোপোনিম
[c] হোমোনিম
[d] টটোনিম

উত্তরঃ [c] হোমোনিম

81. একই স্থানে ও একই ধরণের প্রাকৃতিক জীব গোষ্ঠীর মধ্যে থাকা জননগতভাবে পৃথক প্রজাতিকে বলা হয়-

[a] সিবলিং প্রজাতি
[b] অ্যালোপ্যাট্রিক প্রজাতি
[c] সিমপ্যাট্রিক প্রজাতি
[d] সবগুলি

উত্তরঃ [c] সিমপ্যাট্রিক প্রজাতি

82. মরফোস্পিসিস শব্দটি কে প্রথম প্রচলন করেন?

[a] লিনিয়াস
[b] কেইন
[c] থমসন
[d] মায়ার

উত্তরঃ [b] কেইন

83. প্রজাতির বৈশিষ্ট্য হল-

[a] অঙ্গ সংস্থানিক গঠন একই প্রকার হয়
[b] ভিন্ন প্রজাতির জীবেরা প্রজাতিতে প্রজনন করে না
[c] প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে
[d] উপরের সবগুলি ঠিক

উত্তরঃ [d] উপরের সবগুলি ঠিক

84. ভৌগলিক বিচ্ছিন্নতার কারণে একই ধরণের প্রাকৃতিক জীবগোষ্ঠী যৌন জননে লিপ্ত হতে পারে না, তখন যে প্রজাতির উদ্ভব ঘটে তাদের বলে-

[a] সিমপ্যাট্রিক প্রজাতি
[b] অ্যালোপ্যাট্রিক প্রজাতি
[c] প্যারাপ্যাট্রিক প্রজা
[d] সিবলিং প্রজাতি

উত্তরঃ [b] অ্যালোপ্যাট্রিক প্রজাতি

85. বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট হল-

[a] অন্য জীবগোষ্ঠীর সঙ্গে জননে বিরত থাকে
[b] নিজেদের মধ্যে সক্রিয় জনন করে
[c] ডবজনস্কি, মায়ার, সিম্পসন এই ধারণার প্রবর্তক
[d] উপরের সবগুলি ঠিক

উত্তরঃ [d] উপরের সবগুলি ঠিক

86. ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন্ সংস্থাটি সম্পর্কিত?

[a] ICBN
[b] ICNB
[c] ICZN
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] ICNB

87. বাহ্যিক গঠন এক হলেও জননগতভাবে পৃথক প্রজাতিকে বলে-

[a] সিবলিং প্রজাতি
[b] সিমপ্যাট্রিক প্রজাতি
[c] অ্যালোপ্যাট্রিক প্রজাতি
[d] প্যারাপ্যাট্রিক প্রজা

উত্তরঃ [a] সিবলিং প্রজাতি

88. ভৌগলিক বা বাস্তুতান্ত্রিক বা প্রজননিক বিচ্ছিন্নতার জন্য যখন একটি প্রজাতি থেকে নতুন এক বা একাধিক প্রজাতির উদ্ভব হলে তাকে কি বলে?

[a] নতুন প্রজাতির উৎপত্তি
[b] জারমিনেশান
[c] স্পিসিয়েশান
[d] সিস্টেমেটিক্স

উত্তরঃ [c] স্পিসিয়েশান

89. হার্বেরিয়াম শিটে অন্যান্য তথ্যের সাথে যা থাকে না, তা হল-

[a] উদ্ভিদের উচ্চতা
[b] স্থানীয় নাম
[c] সংগ্রাহকের নাম
[d] সংগ্রহের তারিখ

উত্তরঃ [a] উদ্ভিদের উচ্চতা

90. লিনিয়াস কোন্ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণিবিন্যাস করেন?

[a] শারীরস্থানিক
[b] অঙ্গ সংস্থানিক
[c] বিবর্তন তত্ত্ব
[d] পুষ্প সংক্রান্ত

উত্তরঃ [d] পুষ্প সংক্রান্ত

91. বেত্থাম ও হুকার কোন্ পুস্তকে শ্রেণিবিন্যাসের কথা উল্লেখ করেন?

[a] স্পিসিস প্ল্যান্টেরাম
[b] হিস্টোরিয়া প্ল্যান্টেরাম
[c] জেনেরা প্ল্যান্টেরাম
[d] সিস্টেমা নাচুরি

উত্তরঃ [c] জেনেরা প্ল্যান্টেরাম

92. জীবজগতে পাঁচরাজ্যের শ্রেণিবিন্যাস করেন-

[a] লিনিয়াস
[b] হাক্সলে
[c] বেন্থাম
[d] হুইটেকার

উত্তরঃ [d] হুইটেকার

93. বিজ্ঞানসম্মত নামের গণ ও প্রজাতির নাম যখন এক হয়, তখন তাকে বলে-

[a] টোপোনিম
[b] সিনোনিম
[c] হোমোনিম
[d] টিটোনিম

উত্তরঃ [d] টিটোনিম

94. ট্যাক্সোনমিক কী তে এক একটি বৈশিষ্ট্য কে কি বলে?

[a] ক্যাপলেট
[b] ইয়োকড
[c] ডাইকটোমাস
[d] লিড

উত্তরঃ [d] লিড

95. কোনো জীবের নামকরণ যখন তার বাসস্থান বা ভৌগলিক অঞ্চলের ‘নামানুসারে হয়, তখন তাকে কি বলে?

[a] টোপোনিম
[b] টটোনিম
[c] সিনোনিম
[d] হোমোনিম

উত্তরঃ [a] টোপোনিম

96. স্পিসিস শব্দটির প্রবক্তা কে?

[a] হুকার
[b] এঙ্গলার
[c] জন রে
[d] লিনিয়াস

উত্তরঃ [c] জন রে

97. উদ্ভিদ বিদ্যার জনক হলেন-

[a] থিওফ্রেসটাস
[b] অ্যারিস্টটল
[c] লিনিয়াস
[d] মায়ার

উত্তরঃ [a] থিওফ্রেসটাস

98. “দ্য হিস্ট্রি অফ অ্যানিম্যালস” পুস্তকটির রচয়িতা কে

[a] লিনিয়াস
[b] থিওফ্রেসটাস
[c] অ্যারিস্টটল 
[d] ল্যামার্ক

উত্তরঃ [c] অ্যারিস্টটল 

99. জুলিয়ান হাক্সলে প্রবর্তিত নিউ সিস্টেমেটিক্সের অপর নাম-

[a] ক্ল‍্যাডিস্টিকস্
[b] বায়োসিস্টেমেটিক্স
[c] কেমোট্যাক্সনমি
[d] জেনেরা প্ল্যান্টেরা

উত্তরঃ [a] ক্ল‍্যাডিস্টিকস্

100. তিন ডোমেইন শ্রেণিবিন্যাসের প্রবক্তা হলেন

[a] স্মিথ
[b] উস
[c] কোপল্যান্ড
[d] অ্যারিস্টটল

উত্তরঃ [b] উস


Next Set – 2:


Welcome to the ultimate resource for Biology MCQs, specially designed for Jenpas UG aspirants! This comprehensive collection of multiple-choice questions is tailored to help you excel in your entrance exam by mastering the essential concepts of biology.

This page features a meticulously curated selection of Biology MCQs aligned with the Jenpas UG exam syllabus, ensuring that you are well-prepared to tackle the challenges of the test. Each question has been crafted to enhance your understanding of core biological concepts and to test your knowledge effectively.

To aid in your learning, our collection includes detailed answers and explanations for every question. These not only help you verify your answers but also provide a deeper understanding of key biological principles, enabling you to confidently solve similar problems in the actual exam.

By practicing with our Biology MCQ for Jenpas UG, you’ll develop the skills and confidence needed to excel in your exam. It also ensures that you thoroughly understand the foundational concepts of biology, which are critical for success in competitive medical and paramedical entrance exams.

So, don’t wait! Start your preparation now with Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set. Strengthen your concepts, sharpen your skills, and take a confident step toward success in the Jenpas UG exam!

Stay tuned for more questions and future parts of this series, as we continue to guide you on your journey to achieving your medical and paramedical career goals.

Md Mim Akhtar
Md Mim Akhtar

Hey there! I'm Md Mim Akhtar—a coding maestro, web wizard, design guru, and content creator. I bring tech to life with sleek apps, captivating websites, and killer graphics. Teaching is my jam, making the complex a breeze. Join me on this creative journey! 🚀✨

Articles: 3

Leave a Reply