Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set Part – 2

আপনি যদি Jenpas UG বা কোনো Medical ও Paramedical প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set আপনার জন্য উপযুক্ত! এখানে জীববিদ্যার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।

এই সংগ্রহে Biology MCQ প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে Jenpas UG পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আপনি বিভিন্ন অধ্যায়ের ধারণাগুলো সহজেই বুঝতে পারেন।

নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি কেবল Jenpas UG পরীক্ষাতেই ভালো ফল করতে পারবেন না, বরং জীববিদ্যার প্রতি গভীর আগ্রহ ও জ্ঞান অর্জন করবেন। পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারা এবং দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা তৈরি করাও সম্ভব।

তাই আর অপেক্ষা না করে এখনই শুরু করুন Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set থেকে আপনার প্রস্তুতি। সামনে আরও পর্ব এবং প্রশ্নপত্র আসছে, যা আপনার Jenpas UG পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে। এখনই প্রস্তুতি শুরু করুন এবং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যান!


Biology MCQ Question answer, Biology MCQ for Jenpas, Biology for Jenpas, Jenpas Biology, Biology Jenpas, Biology question answer for Jenpas, Biology Jenpas Question Answer


1. কোন্ ধরণের শ্রেণিবিন্যাসে প্রথম জাতিজনির প্রয়োগ লক্ষ্য করা গেছে?করা গেছে?

[a] দ্বি রাজ্য শ্রেণিবিন্যাসে
[b] তিন রাজ্য শ্রেণিবিন্যাসে
[c] পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসে
[d] ছয় রাজ্য শ্রেণিবিন্যাসে

উত্তরঃ [c] পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসে

2. Arthur cronquist এর শ্রেণিবিন্যাস নিম্নলিখিত কোন্ প্রকারের?

[a] প্রাকৃতিক
[b] কৃত্রিম
[c] ফাইলোজেনেটিক
[d] প্রাকৃতিক, কৃত্রিম এবং ফাইলোজেনেটিক প্রকৃতির

উত্তরঃ [c] ফাইলোজেনেটিক

3. Critica Botania বইটির লেখক কে?

[a] লিনয়াস
[b] ক্রনকুইস্ট
[c] হুক
[d] ক্যান্ডোলে

উত্তরঃ [a] লিনয়াস

4. ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত-

[a] নামকরণ
[b] শনাক্তকরণ
[c] শ্রেণিবিভাগ 
[d] সবকটি

উত্তরঃ [d] সবকটি

5. রাসায়নিক উপাদানের উপস্থিতির উপর ভিত্তি করে যে গোষ্ঠীভুক্তিকরণ করা হয়, তাকে বলে-

[a] ক্যারিও ট্যাক্সোনমি
[b] ক্ল্যাসিকাল ট্যাক্সোনমি
[c] কেমো ট্যাক্সোনমি
[d] সাইটো ট্যাক্সোনমি

উত্তরঃ [c] কেমো ট্যাক্সোনমি

6. ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন্ জীবের নামকরণের সাথে সম্পর্কিত?

[a] উদ্ভিদ
[b] প্রাণী
[c] ভাইরাস
[d] ব্যাকটেরিয়া

উত্তরঃ [d] ব্যাকটেরিয়া

7. উদ্ভিদ নামকরণের নিয়মাবলী তৈরিকারী সংগঠনটি হল-

[a] ICZN
[b] IUCN
[c] ICBN
[d] কোনোটই নয়

উত্তরঃ [c] ICBN

8. পাঁচ রাজ্যের শ্রেণিবিন্যাসের অ্যানিম্যালিয়ার মধ্যে নিম্নের কোন্টি বর্তমান; যা অন্য রাজ্যগুলির মধ্যে অনুপস্থিত?

[a] জনন তন্ত্র
[b] পুষ্টি প্রক্রিয়া
[c] স্নায়ুতন্ত্র
[d] চলন ও গমন

উত্তরঃ [c] স্নায়ুতন্ত্র

9. IUCN কোন্ সালে গঠিত বা স্থাপিত হয়?

[a] 1947 সাল
[b] 1948 সাল
[c] 1949 সাল
[d] 1950 সাল

উত্তরঃ [b] 1948 সাল

10. যে প্রাকৃতিক জীবগোষ্ঠী নিজেদের মধ্যে সক্রিয় জনন সম্পন্ন করলেও সিবলিং প্রজাতি থেকে জননে বিরত থাকে এবং একক গোষ্ঠী হিসাবে অবস্থান করে, তাদের বলে-

[a] নামবাদ প্রজাতি
[b] অভিব্যক্তিগত প্রজাতি
[c] জৈবিক প্রজাতি
[d] নমুনা প্রজাতি

উত্তরঃ [c] জৈবিক প্রজাতি

11. নিম্নের কোন্টি ইউব্যাকটেরিয়ার উদাহরণ?

[a] মাইকোপ্লাজমা
[b] থার্মো অ্যাসিডোফাইলস
[c] মিথানোজেনস
[d] সবগুলি

উত্তরঃ [a] মাইকোপ্লাজমা

12. রাজ্য মোনেরোতে পর্দাযুক্ত রঞ্জক পদার্থপূর্ণ থাইলাকয়েডদের বলে-

[a] ক্রোমাটোফোর
[b] মেসোজোম
[c] ক্লোরোফিল
[d] ক্রোমাটিড

উত্তরঃ [a] ক্রোমাটোফোর

13. একটি আর্কিওব্যাকটেরিয়ার উদাহরণ হল-

[a] স্পাইরোকিটিস
[b] সায়ানোব্যাকটেরিয়া
[c] রিকেটসিয়া
[d] মিথানোজেনস

উত্তরঃ [d] মিথানোজেনস

14. কোশ 1665 সালে আবিষ্কৃত হলেও ব্যাকটেরিয়া কত সালে আবিষ্কৃত হয়?

[a] 1662 সালে
[b] 1663 সালে
[c] 1669 সালে
[d] 1676 সালে

উত্তরঃ [d] 1676 সালে

15. দু’টি গোলাকার ব্যাকটেরিয়াকে বলে-

[a] মনোকক্কাস
[b] ডিপ্লোকক্কাস
[c] টেট্রাকক্কাস
[d] স্ট্যাফাইলোকক্কাস

উত্তরঃ [b] ডিপ্লোকক্কাস

16. মোনেরো রাজ্যের হিস্টোন প্রোটিনবিহীন নগ্ন দ্বিতন্ত্রী DNA কে বলে-

[a] ক্রোমোজোম
[b] প্রো-ক্রোমোজোম
[c] ক্রোমাটিন
[d] ক্রোমাটিড

উত্তরঃ [b] প্রো-ক্রোমোজোম

17. প্লাসমিড যখন নিউক্লিওয়েডের সঙ্গে যুক্ত থেকে অপত্য কোশে সঞ্চারিত হয়, তখন তাকে বলে-

[a] এপিজোম
[b] জেনোফোর
[c] ক্রোমোজোম
[d] জিন

উত্তরঃ [a] এপিজোম

18. একটি প্লিওমরফিক ব্যাকটেরিয়ার উদাহরণ হল-

[a] কলোব্যাক্টর
[b] অ্যাসিটোব্যাক্টর
[c] স্পাইরিলাম
[d] স্ট্রেপটোব্যাসিলাস

উত্তরঃ [a] কলোব্যাক্টর

19. সিউডোমোনাস ব্যাকটেরিয়াটি নিম্নের কোন ধরনের ব্যাকটেরিয়া?

[a] কুয়োফিলিক
[b] সাইক্রোফিলিক
[c] থার্মোফিলিক
[d] a ও c সঠিক

উত্তরঃ [d] a ও c সঠিক

20. একটি বাধ্যতামূলক মৃতজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হল-

[a] সিউডোমোনাস
[b] ভিব্রিও কলেরি
[c] নিসেরিয়া গনোরি
[d] মিথাইলোকক্কাস

উত্তরঃ [c] নিসেরিয়া গনোরি

21. ই. কোলি হল-

[a] ফটো অটোট্রফিক
[b] কেমো লিথোট্রফিক
[c] ফটো হেটারোট্রফিক
[d] কেমো অরগ্যানোট্রফিক

উত্তরঃ [d] কেমো অরগ্যানোট্রফিক

22. সালমোনেল্লা টাইফোসা ব্যাকটেরিয়ার আকৃতি কিরূপ?

[a] সংযুক্ত গোলাকার
[b] কোরকের ন্যায়
[c] প্রান্তদ্বয় উপবৃত্তাকার
[d] সুতার ন্যায়

উত্তরঃ [c] প্রান্তদ্বয় উপবৃত্তাকার

23. কে সর্বপ্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন?

[a] রর্বাট হুক
[b] লিউয়েন হক
[c] অ্যারিস্টটল
[d] ল্যামার্ক

উত্তরঃ [b] লিউয়েন হক

24. থিয়োব্যাসিলাস থিওঅক্সিডেনস নিম্নের কোন্ ধরনের ব্যাকটেরিয়া?

[a] সালফার ব্যাকটেরিয়া
[b] হাইড্রোজেন ব্যাকটেরিয়া
[c] নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] সালফার ব্যাকটেরিয়া

25. মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন্ রাজ্যের অন্তর্ভুক্ত?

[a] প্রোটিষ্টা
[b] মোনেরা
[c] অ্যানিম্যালিয়া
[d] ফাংগি

উত্তরঃ [b] মোনেরা

26. পাইরোকক্কাস অ্যাবিসি হল একটি হাইপার থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এরা কত তাপমাত্রায় বেঁচে থাকে?

[a] 5°C – 12°C
[b] 25°C – 40°C
[c] 55°C – 65°C
[d] 80°C – 120°C

উত্তরঃ [d] 80°C – 120°C

27. প্লিওমরফিক ব্যাকটেরিয়া হল-

[a] অ্যাসিটোব্যাকটর
[b] কোলোব্যাক্টর
[c] স্ট্যাফাইলোকক্কাস
[d] কর্ণিব্যাকটেরিয়াম

উত্তরঃ [a] অ্যাসিটোব্যাকটর

28. নিম্নলিখিত কোন্ প্রাণীতে অণ্ডজরায়ুজতা দেখা যায়?

[a] রুইমাছ
[b] হংসচঞ্জু
[c] চন্দ্রবোড়া সাপ
[d] বাদুড়

উত্তরঃ [c] চন্দ্রবোড়া সাপ

29. হার্বেরিয়াম হল-

[a] মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা
[b] জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা
[c] মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা
[d] জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা

উত্তরঃ [a] মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা

30. দন্ডাকার ও অস্বচ্ছ ব্যাকটেরিয়াদের বলে-

[a] কক্কাস
[b] ফিলামেন্টাস
[c] স্পাইরিলাম
[d] ব্যাসিলাস

উত্তরঃ [d] ব্যাসিলাস

31. ব্যাকটেরিয়া দেহের খণ্ডিত সাইটোপ্লাজম ও নিউক্লিও বস্তু দিয়ে যে ফ্ল্যাজেলাযুক্ত ডিম্বাকার অন্তঃরেণু গঠন করে, তাকে বলে-

[a] গনিডিয়া
[b] এন্ডোস্পোর
[c] কনিডিয়া
[d] কোরোকোদ্দাম

উত্তরঃ [b] এন্ডোস্পোর

32. যে সমস্ত ব্যাকটেরিয়ার যে কোনো প্রান্তে একগোছা ফ্ল্যাজেলা থাকে তাদের বলে-

[a] মনোট্রিকাস
[b] পেরিট্রিকাস
[c] লোফোট্রিকাস
[d] অ্যাম্ফিট্রিকাস

উত্তরঃ [c] লোফোট্রিকাস

33. -20°C থেকে 15°C পর্যন্ত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে যে ব্যাকটেরিয়াগুলি তাদের বলে-

[a] থার্মোফিলিক
[b] মেসোফিলিক
[c] হাইপার থার্মোফিলিক
[d] সাইক্রোফিলিক

উত্তরঃ [d] সাইক্রোফিলিক

34. লিনিয়াস পূর্ববর্তী সময়ে যিনি প্রথম শ্রেণিবিন্যাস করেন-

[a] থিওফ্রেটাস
[b] অ্যারিস্টটল
[c] ব্যোম ও হুকার
[d] মায়ার্স

উত্তরঃ [b] অ্যারিস্টটল

35. গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে পৃথক করে তা হল-

[a] পেপটাইডোগ্লাইক্যান
[b] পুরু লাইপো পলিস্যাকারাইড
[c] টিকোইক অ্যাসিড
[d] কোশ প্রাচীর পাতলা

উত্তরঃ [c] টিকোইক অ্যাসিড

36. কোশপ্রাচীরবিহীন সরল, গ্রাম নেগেটিভ, বহুরূপতা সম্পন্ন প্রোক্যারিওটিকদের বলে-

[a] ব্যাকটেরিয়া
[b] স্পাইরোকিটি
[c] সায়ানোব্যাকটেরিয়া
[d] মাইকোপ্লাজমা

উত্তরঃ [d] মাইকোপ্লাজমা

37. একটি সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা হল-

[a] নক্টিলিউকা
[b] লিসম্যানিয়া
[c] প্যারামোশিয়াম
[d] ফাইসেরাম

উত্তরঃ [a] নক্টিলিউকা

38. নিম্নের কোন্টি স্লাইমমোল্ড বা ছত্রাক প্রাণী?

[a] ইউপ্লিনা
[b] ফাইসেরাম
[c] প্যারামোসিয়াম
[d] ঈস্ট

উত্তরঃ [b] ফাইসেরাম

39. যে সব ছত্রাকের সমগ্র দেহ জননের সময় স্পোরানজিয়ামে রূপান্তরিত হয়, তাকে বলে-

[a] ইউকার্পিক
[b] অ্যাসকোকার্পিক
[c] হলোকাপিক
[d] এপিকার্পিক

উত্তরঃ [c] হলোকাপিক

40. পেনিসিলিন জাতীয় ঔষধ দিয়ে মাইকোপ্লাজমা ঘটিত রোগের চিকিৎসা করা যায় না; কারণ-

[a] কোশপ্রাচীর বিহীন
[b] অ্যান্টিবায়োটিকের প্রভাব নেই
[c] আদতে কোনো রোগ সৃষ্টি করে না
[d]  কোনোটিই ঠিক নয়

উত্তরঃ [a] কোশপ্রাচীর বিহীন

41. ট্রান্সডাকশান ও ট্রান্সফরমেশান হল যে ধরনের বংশবিস্তারের পদ্ধতি-

[a] যৌন
[b] অযৌন
[c] অঙ্গজ
[d] অপুংজেনি

উত্তরঃ [a] যৌন

42. নিম্নের কোন্টি ক্লাব ফাংগির উদাহরণ?

[a] অ্যাগারিকাস
[b] স্যাকারোমাইসিস
[c] পাকসিনিয়া
[d] a ও c সঠিক

উত্তরঃ [a] অ্যাগারিকাস

43. একটি সোনালী বর্ণের ক্রাইসোফাইটা হল-

[a] মেলোসিরা
[b] ডিক্টিওস্টেলিয়াম
[c] ডায়াটম
[d] ইউগ্নিনা

উত্তরঃ [c] ডায়াটম

44. জঞ্জালের বিনষ্টিকরণে যে ব্যাকটেরিয়াটি ব্যবহার করা হয়, তা হল-

[a] জ্যান্থোমোনাস
[b] অ্যাক্রোমোব্যাক্টর
[c] কর্নিব্যাকটেরিয়াম
[d] ইয়ারসিনিয়া

উত্তরঃ [c] কর্নিব্যাকটেরিয়াম

45. স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়াস হল-

[a] মাইকোপ্লাজমা
[b] রিকেটসিয়া
[c] স্পাইরোকিটস
[d] অ্যাকটিনো মাইসিটিস

উত্তরঃ [d] অ্যাকটিনো মাইসিটিস

46. একটি থলি সদৃশ ছত্রাকের উদাহরণ হল-

[a] পেনিসিলিয়াম
[b] পাকসিনিয়া
[c] অ্যাগারিকাস
[d] মিউকর

উত্তরঃ [d] নীলগিরি

47. একটি অযৌন রেণুর উদাহরণ হল-

[a] চলরেণু
[b] উস্পোর
[c] জাইগোস্পোর
[d] অ্যাসকোরেণু

উত্তরঃ [a] চলরেণু

48. ইয়ারসিনিয়া পেসটিস ব্যাকটেরিয়াটি নিম্নের কোন্ রোগটি সৃষ্টি করে?

[a] ডিসেন্ট্রি
[b] ডিপথেরিয়া
[c] অ্যানথ্রাক্স
[d] প্লেগ

উত্তরঃ [d] প্লেগ

49. স্পাইরোকিটিস মানুষের যে রোগ সৃষ্টি করে, তা হল-

[a] রিল্যাপসিং জ্বর
[b] সংক্রমিত জন্ডিস
[c] টাইফাস
[d] a ও c সঠিক

উত্তরঃ [a] রিল্যাপসিং জ্বর

50. কে প্রথম লাইকেন শব্দটির প্রচলন করেন?

[a] সোয়ানডার
[b] থিওফ্রেসটাস
[c] গ্যালিলিও
[d] ফ্লেমিং

উত্তরঃ [b] থিওফ্রেসটাস

51. নিম্নের কোন্টি এন্ডোমাইকোরাইজার উদাহরণ?

[a] ক্যানথেরেলাস
[b] ট্রাইকোলোমা
[c] গ্লোমাস
[d] বোলেটাস

উত্তরঃ [c] গ্লোমাস

52. নিম্নের যে বৈশিষ্ট্যটি সায়ানো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তা হল-

[a] গ্রাম নেগেটিভ প্রোক্যারিওট
[b] অক্সিজেনিক ফটো অটোট্রফস্
[c] পৃথিবীতে প্রথম O₂-এর জোগান দিয়েছিল
[d] সবগুলি সঠিক

উত্তরঃ [d] সবগুলি সঠিক

53. একটি ডিনোফ্ল্যাজেলেট ‘ফায়ার অ্যালগি’ হল-

[a] জিমনোডিয়াম
[b] নক্টিলিউকা
[c] ইউপ্লিনা
[d] ডায়াটম

উত্তরঃ [b] নক্টিলিউকা

54. প্রিয়ন হল-

[a] ভাইরাস কণা
[b] নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন কণাযুক্ত অসম্পূর্ণ ভাইরাস কণা
[c] নিউক্লিক অ্যাসিড বিহীন, শুধু প্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র সংক্রামক কণা
[d] সবগুলি সঠিক

উত্তরঃ [c] নিউক্লিক অ্যাসিড বিহীন, শুধু প্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র সংক্রামক কণা

55. নিম্নের কোনটি দ্বিতন্ত্রী RNA (ds RNA) ভাইরাস?

[a] রিওভাইরাস
[b] জাইমোফাজ
[c] মাইকোফাজ
[d] হারপিস ভাইরাস

উত্তরঃ [a] রিওভাইরাস

56. হেটেরোসিস্ট দেখা যায়-

[a] অ্যানাবিনা
[b] নস্টক
[c] স্পিরুলিনা
[d] a ও c সঠিক

উত্তরঃ [d] a ও c সঠিক

57. রেড টাইডহল-

[a] লাল জোয়ার
[b] লাল সমুদ্রের ঢেউ
[c] জিমনোডিয়াম শৈবালের সংখ্যা বৃদ্ধির ফলে সমুদ্র জলের লাল বর্ণ ধারণ
[d] সমুদ্র জলে অতিরিক্ত মাত্রায় ডায়াটমের বৃদ্ধি

উত্তরঃ [c] জিমনোডিয়াম শৈবালের সংখ্যা বৃদ্ধির ফলে সমুদ্র জলের লাল বর্ণ ধারণ

58. নিম্নের কোন্টি দ্বিতন্ত্রী DNA (ds DNA) ভাইরাস?

[a] TMV
[b] কোলিফেজ ϕ × 174
[c] BMV
[d] হারপিস ভাইরাস

উত্তরঃ [d] হারপিস ভাইরাস

59. যে পোষক কোশ প্রোফাজ বহন করে, তাদের বলে-

[a] লাইসোজেন
[b] লাইসোজেনি
[c] টেম্পারেট ফাজ
[d] লাইটিক ফাজ

উত্তরঃ [a] লাইসোজেন

60. প্রথম আবিষ্কৃত ভাইরাসটি হল-

[a] TMV
[b] BMV
[c] কোলিফাজ fd
[d] PMV

উত্তরঃ [a] TMV

61. একটি প্লিওমরফিক ভাইরাসের উদাহরণ হল-

[a] BMV
[b] PMV
[c] TMV
[d] কোলিফাজ fd

উত্তরঃ [d] কোলিফাজ fd

62. মিষ্টি জলে বসবাসকারী ফ্লাজেলাযুক্ত কোশপ্রাচীরবিহীন ও স্থিতিস্থাপক পেলিকলযুক্ত এককোশী প্রোটিস্টাটি হল-

[a] ইউগ্নিনা
[b] স্পাইরোগাইরা
[c] ইউলোথ্রিক্স
[d] সেরাসিয়াম

উত্তরঃ [a] ইউগ্নিনা

63. লাল রঞ্জক পদার্থকে বলে-

[a] ফাইকোএরিথ্রিন
[b] ফাইকোসায়ানিন
[c] অ্যালোফাইকোসায়ানিন
[d] ক্লোরোফিল-a

উত্তরঃ [a] ফাইকোএরিথ্রিন

64. নিম্নের কোনটি প্রোটোজোয়া নয়?

[a] হাইড্রা
[b] ইউগ্নিনা
[c] অ্যামিবা
[d] প্যারামেসিয়াম

উত্তরঃ [a] হাইড্রা

65. সামুদ্রিক অশ্ব একটি-

[a] অসটিকথিস বা টেলিওস্টোমি
[b] মোলাস্কা বা কম্বোজ
[c] কনড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি
[d] ম্যামেলিয়া বা স্তন্যপায়ী

উত্তরঃ [c] কনড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি

66. মাইকোপ্লাজমার আবিষ্কারক হলেন-

[a] নোকার্ড
[b] রউক্স
[c] নোকার্ড ও রউক্স
[d] লিউয়েন হক

উত্তরঃ [c] নোকার্ড ও রউক্স

67. কোন প্রাণীকে ‘ডেভিল মাছ’ বলে?

[a] তিনি
[b] হাঙর
[c] অক্টোপাস
[d] ডলফিন

উত্তরঃ [c] অক্টোপাস

68. এপিকর্ডাল লোব বিহীন পুচ্ছ পাখনাকে বলা হয়-

[a] হেটেরোসারকল লেজ
[b] হোমোসারকল লেজ
[c] ডাইফিসারকাল লেজ
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] হোমোসারকল লেজ

69. অ্যাসকারিস-এর দেহ গহ্বরকে বলা হয়-

[a] সিলোম
[b] হিমোসিলোম
[c] সিউডোসিলোম
[d]  কোনোটিই নয়

উত্তরঃ [c] সিউডোসিলোম

70. অসফ্রাডিয়াম হল-

[a] জনন অঙ্গ
[b] রেচন অঙ্গ
[c] শ্বসন অঙ্গ
[d] জ্ঞানেন্দ্রিয়

উত্তরঃ [d] জ্ঞানেন্দ্রিয়

71. নিম্নলিখিত কোন্ প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়?

[a] ইউগ্নিনা
[b] ব্যাঙ
[c] সাপ
[d] পিঁপড়ে

উত্তরঃ [c] সাপ

72. ভাইরাসের জনন পদ্ধতি বর্ণনা করেন-

[a] হেরিলি
[b] টেন্ট
[c] স্ট্যানলি
[d] চেজ

উত্তরঃ [b] টেন্ট

73. কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত?

[a] লাইকেন
[b] মাইকোরাইজা
[c] VAM
[d]  কোরালয়েড মূল

উত্তরঃ [a] লাইকেন

74. রট্রাম কোন্ প্রাণীতে দেখা যায়?

[a] আরশোলা
[b] পিঁপড়ে
[c] চিংড়ি
[d] রুইমাছ

উত্তরঃ [c] চিংড়ি

75. ন্যাথোস্টোমাটা উপশ্রেণিটি কোন পর্বের অন্তর্গত?

[a] একাইনোডার্মাটা
[b] পরিফেরা
[c] সিলেনটারেটা
[d] কর্ডাটা

উত্তরঃ [d] কর্ডাটা

76. এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ?

[a] সিলভার ফিস
[b] ডগ ফিস
[c] ক্রে ফিস
[d] স্টার ফিস

উত্তরঃ b] ডগ ফিস

77. পলিমরফিজম হল-

[a] পলিপ গঠন
[b] মেডুসা গঠন
[c] প্ল্যানুলা গঠন
[d] জীবনচক্রে একাধিক অবস্থার উপস্থিতি

উত্তরঃ [d] জীবনচক্রে একাধিক অবস্থার উপস্থিতি

78. কে প্রথম TMV কে পৃথক করেন?

[a] হারলে
[b] হারসে
[c] স্ট্যানলি
[d] চেজ

উত্তরঃ [c] স্ট্যানলি

79. নিম্নের কোনটির মেরুদন্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ?

[a] সিলাকান্থ
[b] লিমুলাস
[c] পেরিপেটাস
[d] গিঙ্গোবাইলোবা

উত্তরঃ [a] সিলাকান্থ

80. বাইপিনেরিয়া লার্ভা দেখা যায় নিম্নলিখিত কোন্ পর্বে?

[a] ইকাইনোডার্মাটা
[b] মোলাস্কা
[c] কর্ডাটা
[d] অ্যানিলিডা

উত্তরঃ [a] ইকাইনোডার্মাটা

81. সোরাস বা সিনোসোরাস কোন্ উদ্ভিদে পাওয়া যায়?

[a] শৈবাল
[b] মিউকর
[c] ফার্ন
[d] মটর গাছ

উত্তরঃ [c] ফার্ন

82. মস হল একটি-

[a] হাইড্রোফাইট
[b] লিথোফাইট
[c] মেসোফাইট
[d] ক্রায়োফাইট

উত্তরঃ [a] হাইড্রোফাইট

83. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল-

[a] বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু
[b] নগ্নবীজ
[c] দানাযুক্ত বীজ
[d] ফলের ভিতরে বীজ

উত্তরঃ [b] নগ্নবীজ

84. বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী?

[a] Peteropus giganteus
[b] Macaca mulata
[c] Rana tigrina
[d] Scoliodon sorrakowah

উত্তরঃ [a] Peteropus giganteus

85. শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হল-

[a] রেণুধর
[b] লিঙ্গধর
[c] লিঙ্গধর ও রেণুধর
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] লিঙ্গধর

86. মাশরুম হল একপ্রকার-

[a] শৈবাল
[b] ছত্রাক
[c] মস
[d] ফার্ন

উত্তরঃ [b] ছত্রাক

87. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি-

[a] কাচের তৈরি
[b] ফাইবারের তৈরি
[c] তড়িৎ চুম্বক
[d] লোহার তৈরি

উত্তরঃ [c] তড়িৎ চুম্বক

88. ক্ষুদ্রতম ভাইরাস কোনটি?

[a] ভ্যারিওলা ভাইরাস
[b] রেবিস ভাইরাস
[c] রাইনো ভাইরাস
[d] রুবেলা ভাইরাস

উত্তরঃ [c] রাইনো ভাইরাস

89. হাইফা কোন্ প্রকার উদ্ভিদের গঠনগত একক?

[a] শৈবাল
[b] ছত্রাক
[c] মস
[d] ফার্ন

উত্তরঃ [b] ছত্রাক

90. ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন্ প্রকারের?

[a] n
[b] 2n
[c] 3n
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] n

91. কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

[a] নোটোকর্ডের উপস্থিতি
[b] নার্ভকর্ডের উপস্থিতি
[c] স্পাইনাল কর্ডের উপস্থিতি
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] নোটোকর্ডের উপস্থিতি

92. হিমোসিল কী?

[a] পতঙ্গদের রক্ত
[b] লৌহঘটিত রঞ্জক
[c] তাম্রঘটিত রঞ্জক
[d] রক্তপূর্ণ দেহগহ্বর

উত্তরঃ [d] রক্তপূর্ণ দেহগহ্বর

93. নিম্নের কোন্ উদ্ভিদটি প্রথম ভ্রুনসমন্বিত উদ্ভিদ?

[a] থ্যালোফাইট
[b] ব্রায়োফাইট
[c] টেরিডোফাইট
[d] ব্যক্তবীজী

উত্তরঃ [b] ব্রায়োফাইট

94. হেপাটিক পোর্টাল তন্ত্র দেখা যায়-

[a] আর্থ্রোপোডা
[b] মোলাস্কা
[c] ইকাইনোডার্মাটা
[d] কর্ডাটা

উত্তরঃ [d] কর্ডাটা

95. ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি-

[a] পরাশ্রয়ী
[b] স্পোরোফাইট
[c] গ্যামেটোফাইট
[d] স্পোরোফিল

উত্তরঃ [c] গ্যামেটোফাইট

96. গ্লাইকোজেন নীচের কোন্ প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য?

[a] শৈবাল
[b] ছত্রাক
[c] মস
[d] ফার্ণ

উত্তরঃ [b] ছত্রাক

97. নিম্নের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া?

[a] ক্লসট্রিডিয়াম টিটেনি
[b] এসেরেকিয়া কোলাই
[c] রোডোস্পাইরিলাম
[d] ব্যাক্টেরিও ফাজ

উত্তরঃ [a] ক্লসট্রিডিয়াম টিটেনি

98. কে প্রথম ভাইরয়েড আবিষ্কার ও নামকরণ করেন?

[a] বাইজাররিংক
[b] হারসে
[c] স্ট্যানলি
[d] ডাইনের

উত্তরঃ [d] ডাইনের

99. নিম্নের কোনটির ক্যাপসোমিয়ার P18 ও P24 প্রোটিন দ্বারা গঠিত?

[a] HIV
[b] হারপেস
[c] গুটিবসন্ত
[d] ক্যানসার

উত্তরঃ [a] HIV

100. E. Coli কোন্ প্রকৃতির ব্যাকটেরিয়া?

[a] গ্রাম পজিটিভ
[b] গ্রাম নেগেটিভ
[c] ‘a’ এবং ‘b’
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] গ্রাম নেগেটিভ

Welcome to the ultimate resource for Biology MCQs, specially designed for Jenpas UG aspirants! This comprehensive collection of multiple-choice questions is tailored to help you excel in your entrance exam by mastering the essential concepts of biology.

This page features a meticulously curated selection of Biology MCQs aligned with the Jenpas UG exam syllabus, ensuring that you are well-prepared to tackle the challenges of the test. Each question has been crafted to enhance your understanding of core biological concepts and to test your knowledge effectively.

To aid in your learning, our collection includes detailed answers and explanations for every question. These not only help you verify your answers but also provide a deeper understanding of key biological principles, enabling you to confidently solve similar problems in the actual exam.

By practicing with our Biology MCQ for Jenpas UG, you’ll develop the skills and confidence needed to excel in your exam. It also ensures that you thoroughly understand the foundational concepts of biology, which are critical for success in competitive medical and paramedical entrance exams.

So, don’t wait! Start your preparation now with Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set. Strengthen your concepts, sharpen your skills, and take a confident step toward success in the Jenpas UG exam!

Stay tuned for more questions and future parts of this series, as we continue to guide you on your journey to achieving your medical and paramedical career goals.

iQVersity
iQVersity

iQVersity is a dynamic educational platform designed to revolutionize the way individuals engage with learning. At iQVersity, we believe in the power of intelligence and versatility, and our mission is to empower learners of all ages and backgrounds to unlock their full potential.

Articles: 91

Leave a Reply