আপনি যদি Jenpas UG বা কোনো Medical ও Paramedical প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set আপনার জন্য উপযুক্ত! এখানে জীববিদ্যার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
এই সংগ্রহে Biology MCQ প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে Jenpas UG পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আপনি বিভিন্ন অধ্যায়ের ধারণাগুলো সহজেই বুঝতে পারেন।
নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি কেবল Jenpas UG পরীক্ষাতেই ভালো ফল করতে পারবেন না, বরং জীববিদ্যার প্রতি গভীর আগ্রহ ও জ্ঞান অর্জন করবেন। পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারা এবং দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা তৈরি করাও সম্ভব।
তাই আর অপেক্ষা না করে এখনই শুরু করুন Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set থেকে আপনার প্রস্তুতি। সামনে আরও পর্ব এবং প্রশ্নপত্র আসছে, যা আপনার Jenpas UG পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে। এখনই প্রস্তুতি শুরু করুন এবং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যান!
Biology MCQ Question answer, Biology MCQ for Jenpas, Biology for Jenpas, Jenpas Biology, Biology Jenpas, Biology question answer for Jenpas, Biology Jenpas Question Answer
1. পতঙ্গভুক উদ্ভিদদের কোন্ উপাদানের অভাব থাকে?
[a] কার্বন
[b] হাইড্রোজেন
[c] নাইট্রোজেন
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] নাইট্রোজেন
2. নিম্নের কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়?
[a] কাঁকড়াবিছে
[b] গোবরে পোকা
[c] চিংড়ি
[d] সেন্টিপেডস্
উত্তরঃ [a] কাঁকড়াবিছে
3. কুনোব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত?
[a] 20
[b] 18
[c] 8
[d] 10
উত্তরঃ [b] 18
4. নিম্নের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে?
[a] ব্যাক্টেরিয়া
[b] প্রটোজোয়া
[c] অ্যামিবা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] অ্যামিবা
5. বেজোনাসের অঙ্গ নিম্নের কোন্ পর্বের প্রাণীদের রেচন অঙ্গ?
[a] কর্ডাটা
[b] মোলাস্কা
[c] অ্যানিলিডা
[d] ইকাইনোডার্মাটা
উত্তরঃ [c] অ্যানিলিডা
6. ব্যাকটেরিওফাজ আসলে কী?
[a] ব্যাকটেরিয়া
[b] ভাইরাস
[c] প্রোটোজোয়া
[d] রাসায়নিক পদার্থ
উত্তরঃ [b] ভাইরাস
7. বৃহত্তম এককোষী শৈবালের নাম হল-
[a] ক্ল্যামাইডোমোনাস
[b] ভাউকেরিয়া
[c] অ্যাসিটোবুলারিয়া
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] অ্যাসিটোবুলারিয়া
8. কোশের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল?
[a] ব্যাকটেরিয়া
[b] প্রোটোজোয়া
[c] শৈবাল
[d] ছত্রাক
উত্তরঃ [d] ছত্রাক
9. নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে?
[a] ব্যাকটেরিয়া
[b] প্রোটোজোয়া
[c] অ্যামিবা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] অ্যামিবা
10. নিম্নের কোনটি অসমাঙ্গ ফুল?
[a] ধুতুরা
[b] জবা
[c] কুমড়ো
[d] মটর
উত্তরঃ [d] মটর
11. নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়?
[a] শৈবাল
[b] ছত্রাক
[c] মস
[d] ফার্ণ
উত্তরঃ [c] মস
12. টরুলা দশা কার মধ্যে দেখা যায়?
[a] ক্ল্যামাইডোমোনাস
[b] মিউকর
[c] ভলভক্স
[d] ব্যাকটেরিয়া
উত্তরঃ [b] মিউকর
13. নিম্নের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
[a] অকোশীয়
[b] বাধ্যতামূলক পরজীবী
[c] পোষক কোশে প্রজননক্ষম
[d] প্রোক্যারিওটিক
উত্তরঃ [d] প্রোক্যারিওটিক
14. নিম্নের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া?
[a] ল্যাকটোব্যাসিলাস
[b] ক্লসট্রিডিয়াম
[c] ব্যাসিলাস
[d] রাইজোবিয়াম
উত্তরঃ [a] ল্যাকটোব্যাসিলাস
15. ডায়োটোমাইট উৎপন্নকারি উদ্ভিদ হল-
[a] শৈবাল
[b] ছত্রাক
[c] মস
[d] ফার্ন
উত্তরঃ [a] শৈবাল
16. শালগাছ কোন ধরনের বৃক্ষ?
[a] পর্ণমোচী
[b] চিরহরিৎ
[c] ম্যানগ্রোভ
[d] কনিফার
উত্তরঃ [a] পর্ণমোচী
17. তড়িৎপ্রবাহ উৎপন্ন করে এমন একটি মাছ হল-
[a] টরপেডো
[b] পিগমি গোবি
[c] হোয়েলসার্ক
[d] শিঙি
উত্তরঃ [a] টরপেডো
18. ভূট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম হল-
[a] Solanum tuberosum
[b] Triticum aestivum
[c] Zea maize
[d] Nicotiana tabacum
উত্তরঃ [c] Zea maize
19. নিম্নের যে ফার্নটি চর্মরোগে ব্যবহৃত হয়-
[a] লাইকোপোডিয়াম
[b] স্যালভিনিয়া
[c] অ্যাজোলা
[d] সিলোটাম
উত্তরঃ [a] লাইকোপোডিয়াম
20. দ্বিনিষেক নিম্নলিখিত কোন্ উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত?
[a] মস
[b] ফার্ণ
[c] ব্যক্তবীজী
[d] গুপ্তবীজী
উত্তরঃ [d] গুপ্তবীজী
21. প্যারাসেক্সুয়াল চক্র নিম্নলিখিত কোনটির মধ্যে দেখা যায়?
[a] Aspergillus
[b] Agaricus
[c] Ascobolus
[d] Penicillium
উত্তরঃ [a] Aspergillus
22. Nostoc হল একপ্রকার-
[a] নীলাভ-সবুজ শৈবাল
[b] সবুজ শৈবাল
[c] লোহিত শৈবাল
[d] বাদামী শৈবাল
উত্তরঃ [a] নীলাভ-সবুজ শৈবাল
23. প্রজাতি হল-
[a] একই প্রকার অঙ্গসংস্থানিক গঠনযুক্ত
[b] প্রজননক্ষম অপত্য সৃষ্টি করে
[c] ভিন্ন প্রজাতির জীবেরা প্রকৃতিতে প্রজনন করে
[d] সবগুলি সঠিক
উত্তরঃ [d] সবগুলি সঠিক
24. নিম্নের কোন্ উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয়-
[a] নিটোপসিডা
[b] সাইকাডোপসিডা
[c] গিঙ্গোপসিডা
[d] কনিফেরোপসিডা
উত্তরঃ [b] সাইকাডোপসিডা
25. সংবহন কলা বিহীন একটি লিভারওয়াট হল-
[a] ল্যামিনেরিয়া
[b] পেনিসিলিয়াম
[c] মারসিলিয়া
[d] রিকসিয়া
উত্তরঃ [d] রিকসিয়া
26. স্পিসিস শব্দটির প্রবক্তা হলেন-
[a] জন রে
[b] লিনিয়াস
[c] হুকার
[d] এগুলার
উত্তরঃ [a] জন রে
27. বিষম পৃষ্ঠ, পাতা জালিকাকার শিরাবিন্যাস যুক্ত উদ্ভিদদের বলে-
[a] কলিড
[b] একবীজ পত্রী
[c] দ্বিবীজ পত্রী
[d] সোরাস
উত্তরঃ [c] দ্বিবীজ পত্রী
28. কোয়ানোসাইট কোশ দেখা যায়-
[a] অ্যামিবা
[b] স্পঞ্জ
[c] হাইড্রা
[d] জেলিফিস
উত্তরঃ [b] স্পঞ্জ
29. নিমাটোসিস্ট কোশ দেখা যায় এমন একটি প্রাণীর উদাহরণ হল-
[a] গোলকৃমি
[b] হামিফোরাপ
[c] হাইড্রা
[d] স্পঞ্জ
উত্তরঃ [c] হাইড্রা
30. অনাবৃত বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ হল-
[a] লাইকোপোডিয়াম
[b] মারসিলিয়া
[c] নিটাম
[d] মার্কনশিয়া
উত্তরঃ [c] নিটাম
31. ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হল-
[a] শৈবাল
[b] ছত্রাক
[c] ব্রায়োফাইট
[d] টেরিডোফাইট
উত্তরঃ [b] ছত্রাক
32. সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে?
[a] নিডারিয়া
[b] টিনোফোরা
[c] প্রোটোজুয়া
[d] প্লাটিহেলমিন্থেস
উত্তরঃ [d] প্লাটিহেলমিন্থেস
33. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায়-
[a] গোলকৃমি
[b] চ্যাপ্টা কৃমি
[c] কেঁচো
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] কেঁচো
34. উদ্ভিদ জগতের ভ্যাসকুলার ক্রিস্টোগ্যামস বলা হয়-
[a] টেরিডোফাইটা
[b] ব্রায়োফাইটা
[c] ছত্রাক
[d] ব্যাকটেরিয়া
উত্তরঃ [a] টেরিডোফাইটা
35. আবরণী বীজযুক্ত উদ্ভিদদের বলে-
[a] ফাংগি
[b] অ্যাঞ্জিওস্পার্ম
[c] জিমনোস্পার্ম
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] অ্যাঞ্জিওস্পার্ম
36. মাইকোপ্লাজমা নিম্নলিখিত কোন্ রাজ্যের অন্তর্ভুক্ত?
[a] প্রোটিস্টা
[b] মোনেরা
[c] ফাংগি
[d] অ্যানিমালিয়া
উত্তরঃ [b] মোনেরা
37. নোটোকর্ডযুক্ত প্রাণীদের বলা হয়-
[a] কর্ডাটা
[b] অকর্ডাটা
[c] অমেরুদণ্ডী
[d] a ও c সঠিক
উত্তরঃ [a] কর্ডাটা
38. প্রাণী জগতে সর্বপ্রথম বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র দেখা যায়-
[a] হাইড্রা
[b] কেঁচো
[c] আরশোলা
[d] স্পঞ্জ
উত্তরঃ [b] কেঁচো
39. ছদ্মগহ্বরযুক্ত শক্ত কিউটিকল আবরণী বেস্টিত একলিঙ্গ কৃমির। উদাহরণ হল-
[a] গোলকৃমি
[b] যকৃৎ কৃমি
[c] উচেরেরিয়া
[d] a ও c সঠিক
উত্তরঃ [d] a ও c সঠিক
40. স্যাক ফাংগি (Sac fungi) হল-
[a] অ্যাকটিনোমাইসিটিস
[b] বেসিডিওমাইসিটিস
[c] অ্যাসকোমাইসিটিস
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] অ্যাসকোমাইসিটিস
41. মুক্ত সংবহন তন্ত্রে রক্ত যে দেহগহ্বরে মুক্ত হয়, তার নাম হল-
[a] হিমোসিল
[b] হিমোলিম্ফ
[c] গ্যাসট্রোভাসকুলার গহ্বর
[d] সিলোম
উত্তরঃ [a] হিমোসিল
42. নিম্নলিখিত কোন প্রাণীটি নালীপদের সাহায্যে গমন সম্পন্ন করে?
[a] হাইড্রা
[b] অক্টোপাস
[c] ব্যালানোগ্লসাস
[d] অ্যাস্টোরিয়াস
উত্তরঃ [d] অ্যাস্টোরিয়াস
43. ইউরোকর্ডাটা উপপর্বের অপর নাম হল-
[a] টিউনিকেটা
[b] ব্রায়োজোয়া
[c] সাইক্লোস্টোমাটা
[d] অকর্ডাটা
উত্তরঃ [a] টিউনিকেটা
44. গলবিলীয় ফুলকা ছিদ্রযুক্ত একটি মাছ হল-
[a] হ্যাগফিশ
[b] লাং ফিশ
[c] সিলভার ফিশ
[d] ইলেকট্রিক মাছ
উত্তরঃ [d] ইলেকট্রিক মাছ
45. অবসারণী ছিদ্র আড়াআড়ি অবস্থান করে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের শ্রেণি হল-
[a] উভচর
[b] মৎস্য
[c] সরীসৃপ
[d] পক্ষী
উত্তরঃ [c] সরীসৃপ
46. নিম্নের কোন প্রাণীর পুরুষদের প্রেগন্যান্ট মেল বলা হয়?
[a] সমুদ্রশসা
[b] সমুদ্রঘোড়া
[c] সমুদ্রলিলি
[d] সমুদ্রশশক
উত্তরঃ [b] সমুদ্রঘোড়া
47. অরনিথোলজিতে আলোচনা করা হয়-
[a] স্তন্যপায়ী
[b] বাদুড়
[c] মৎস
[d] পক্ষী
উত্তরঃ [d] পক্ষী
48. প্রোটোনিমা দশাটি নিম্নের যে উদ্ভিদের জীবনচক্রে দেখা যায়-
[a] ফিউনেরিয়া
[b] সেলাজিনেলা
[c] স্পিরুলিনা
[d] মিউকর
উত্তরঃ [a] ফিউনেরিয়া
49. প্যারাপোডিয়া নামক গমন অঙ্গ দেখা যায়-
[a] নেরিস
[b] কেঁচো
[c] জোঁক
[d] সবগুলি সঠিক
উত্তরঃ [a] নেরিস
50. হাইড্রার নিমাটোসিস্ট-এর মধ্যে কোন্ বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়?
[a] থ্রমবিন
[b] হিমোজোয়িন
[c] হিপনোটক্সিন
[d] হেপারিন
উত্তরঃ [c] হিপনোটক্সিন
51. ওরালহুড ও মায়াটোম পেশীযুক্ত একটি কর্ডাটা হল-
[a] অ্যাম্ফিঅক্সাস
[b] অ্যাসেডিয়া
[c] ডলিওলাম
[d] স্যাকোগ্লসাস
উত্তরঃ [a] অ্যাম্ফিঅক্সাস
52. মাংসলপদ নিম্নলিখিত কোন্ প্রাণীর গমন অঙ্গ?
[a] জল শামুক
[b] স্থল শামুক
[c] ঝিনুক
[d] সবগুলি
উত্তরঃ [d] সবগুলি
53. নিম্নলিখিত কোন প্রাণীর হৃদপিণ্ডে ফোরামেন অব্ প্যানিজা দেখা যায়?
[a] কুমির
[b] কেউটে সাপ
[c] কুনোব্যাঙ্গ
[d] গিরগিটি
উত্তরঃ [a] কুমির
54. প্রোটোনিমা দশাটি নিম্নের যে উদ্ভিদের জীবনচক্রে দেখা যায়-
[a] সেলাজিনেলা
[b] ফিউনেরিয়া
[c] স্পিরুলিনা
[d] মিউকর
উত্তরঃ [b] ফিউনেরিয়া
55. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার-
[a] প্রোগোনোফোরা
[b] কাইনোরিএ্যা
[c] লরিসিফেরা
[d] টিনোফোরা
উত্তরঃ [c] লরিসিফেরা
56. একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে-
[a] টালপা
[b] একিত্সা
[c] টেরোপাস
[d] লেমুর
উত্তরঃ [b] একিত্সা
57. উপাঙ্গবিহীন উভচর প্রাণী নিম্নলিখিত কোন বর্গ ভুক্ত?
[a] ইউরোডেলা
[b] অ্যানুরা
[c] জিমনোফিয়োনা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] জিমনোফিয়োনা
58. অ্যাগারিকাস নিম্নলিখিত কোন্ জীবরাজ্যে অবস্থান করে?
[a] প্ল্যান্টি
[b] ফানজি
[c] প্রোটিস্টা
[d] মোনেরো
উত্তরঃ [b] ফানজি
59. ব্যালানোগ্লসাস হল-
[a] সেফালোকর্ডাটা
[b] ইউরোকর্ডাটা
[c] হেমিকর্ডাটা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] হেমিকর্ডাটা
60. আগার-আগার কোন্ জাতীয় শৈবাল থেকে পাওয়া যায়?
[a] লোহিত শৈবাল
[b] নীলাভ সবুজ শৈবাল
[c] সবুজ শৈবাল
[d] বাদামী শৈবাল
উত্তরঃ [a] লোহিত শৈবাল
61. প্লাকয়েড আঁশযুক্ত পটকা বিহীন একটি মাছ হল-
[a] রুই মাছ
[b] হ্যাগফিশ
[c] হাঙ্গর মাছ
[d] ল্যামপ্রে
উত্তরঃ [c] হাঙ্গর মাছ
62. পক্ষী শ্রেণির একটি বিশেষ বৈশিষ্ট্য হল-
[a] শীতল রক্ত বিশিষ্ট
[b] দাঁত বিহীন চোয়াল
[c] শীত ঘুমে যায়
[d] সবগুলিই সঠিক
উত্তরঃ [b] দাঁত বিহীন চোয়াল
63. যে সমস্ত প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাদের বলে-
[a] পয়কিলোথার্ম
[b] এন্ডোথার্ম
[c] এক্টোমার্স
[d] হোমিওথার্ম
উত্তরঃ [a] পয়কিলোথার্ম
64. পাখী, বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে?
[a] উয় রক্ত
[b] চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিন্ড
[c] শ্বাসনালী
[d] ডায়াফ্রাম
উত্তরঃ [d] ডায়াফ্রাম
65. স্তন্যপায়ী শ্রেণির প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্যটি হল-
[a] শীতল রক্ত বিশিষ্ট
[b] উষ্ণ রক্তের প্রাণী
[c] চোখে পেকটিন আছে
[d] a ও c সঠিক
উত্তরঃ [b] উষ্ণ রক্তের প্রাণী
66. গ্রাব হল এর লার্ভা-
[a] ইনসেক্ট
[b] ক্রাসটেশিয়া
[c] বিটল
[d] স্পঞ্জ
উত্তরঃ [c] বিটল
67. সমুদ্রজলে যে প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত-
[a] স্তন্যপায়ী
[b] সরীসৃপ
[c] উভচর
[d] পক্ষী
উত্তরঃ [d] পক্ষী
68. ব্যক্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ-
[a] ডিম্বক থাকে না
[b] গর্ভাশয় থাকে না
[c] ডিম্বাণু থাকে না
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] গর্ভাশয় থাকে না
69. কোশপ্রাচীর কাইটিন নির্মিত এবং মৃতজীবী বা পরজীবী বা মিথোজীবী প্রকৃতির এমন একটি জীব হল-
[a] প্লাজমোডিয়াম
[b] ই. কোলাই
[c] ঈস্ট
[d] অ্যামিবা
উত্তরঃ [c] ঈস্ট
70. পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হল-
[a] এরিথ্রোমাইসিন
[b] পেনিসিলিন
[c] ক্লোরামফেনিকল
[d] রিফামপিসিন
উত্তরঃ [b] পেনিসিলিন
71. পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ু রজ্জু পাওয়া যায় নিম্নের কোন পর্বের প্রাণীদের?
[a] মোলাস্কা
[b] কর্ডাটা
[c] ইকাইনোডার্মাটা
[d] অর্থোপোডা
উত্তরঃ [a] মোলাস্কা
72. মূল কান্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদ হল-
[a] টেরিডোফাইটা
[b] ব্যক্তবীজী
[c] গুপ্তবীজি
[d] শৈবাল
উত্তরঃ [d] শৈবাল
73. নিম্নের কোন প্রজাতিতে বহুরূপতা লক্ষ্য করা যায়?
[a] গিরগিটি
[b] মাকড়শা
[c] গোরিলা
[d] পিঁপড়ে
উত্তরঃ [a] গিরগিটি
74. ল্যাসো কোশ নিম্নলিখিত কোন্ প্রাণীতে দেখা যায়?
[a] হাইড্রা
[b] জেলিফিস
[c] বেরো
[d] নেপচুন কাপ
উত্তরঃ [c] বেরো
75. ফুসফুস কৃমির বিজ্ঞানসম্মত নাম হল-
[a] Hymenolepis nana
[b] Paragonimus westermani
[c] Schistosoma haematobium
[d] Echinococcus granulosus
উত্তরঃ [b] Paragonimus westermani
76. সমুদ্রশসা কোন্ সর্বভুক প্রাণীর উদাহরণ?
[a] মোলাস্কা
[b] আস্ট্রোপোডা
[c] কর্ডাটা
[d] ইকাইনোডার্মাটা
উত্তরঃ [d] ইকাইনোডার্মাটা
77. আয়োডিন পাওয়া যায় নিম্নের কোন উদ্ভিদ থেকে?
[a] ভলভক্স
[b] ল্যামিনেরিয়া
[c] ক্লোরেল্লা
[d] পরফাইরা
উত্তরঃ [b] ল্যামিনেরিয়া
78. নিম্নের কোনটিকে নিউস্টন জাতীয় জলচর প্রাণী বলে?
[a] মশার লার্ভা
[b] শামুক
[c] স্পঞ্জ
[d] ছোটো মাছ
উত্তরঃ [a] মশার লার্ভা
79. ফার্নের শুক্রানুর বৈশিষ্ট্য হল-
[a] বহু ফ্লাজেলাযুক্ত কুন্ডলীকৃত
[b] বহুসিলিয়াযুক্ত এবং কুন্ডলীকৃত
[c] সিলিয়াযুক্ত কুন্ডলীকৃত
[d] কোনোটিই নয়
উত্তরঃ [b] বহুসিলিয়াযুক্ত এবং কুন্ডলীকৃত
80. অ্যামিবার স্থান পরিবর্তনে যে বিশেষ ভূমিকা পালন করে-
[a] তাপমাত্রা
[b] চাপ
[c] সান্দ্রতা
[d] বায়ুপ্রবাহ
উত্তরঃ [c] সান্দ্রতা
81. পটকাযুক্ত সাইক্লয়েড আঁশযুক্ত মাছটি হল-
[a] সিঙ্গি মাছ
[b] রুই মাছ
[c] মাঙ্গুর মাছ
[d] কই মাছ
উত্তরঃ [b] রুই মাছ
82. নিম্নলিখিত কোনটি আদ্যপ্রাণী বা প্রোটেজুয়া-
[a] পি মোজেইক
[b] ভ্যারিওলা
[c] ঈষ্ট
[d] এন্টামিবা হিস্টোলাইটিকা
উত্তরঃ [d] এন্টামিবা হিস্টোলাইটিকা
83. কাদের দেহে সিউডোসিলোম দেখা যায়?
[a] একাইনোডার্মাটা
[b] মোলাস্কা
[c] নিমাটোডা
[d] অ্যানিলিডা
উত্তরঃ [c] নিমাটোডা
84. ব্যাকটিরিও কোষের ভিতর প্লাজমাপর্দার বিস্তৃতিকে বলে-
[a] লাইসোজোম
[b] রাইবোজোম
[c] মেসোজোম
[d] ক্রোমাটোফোর
উত্তরঃ [c] মেসোজোম
85. নিম্নলিখিত কোনটি সরীসৃপ?
[a] স্যালামান্ডার
[b] কচ্ছপ
[c] নিউট
[d] হাঙর
উত্তরঃ [b] কচ্ছপ
86. নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য-
[a] ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত
[b] পাতায় জালিকার শিরাবিন্যাস দেখা যায়
[c] প্রধান মূলতন্ত্র
[d] বহুবর্ষীয় বৃদ্ধি
উত্তরঃ [a] ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত
87. হ্যালোকক্কাস আসলে কি?
[a] ইউব্যাকটিরিয়া
[b] মিথানোজেমস্
[c] স্পাইরোকিটিস
[d] আর্কিব্যাকটিরিয়া
উত্তরঃ [d] আর্কিব্যাকটিরিয়া
88. গুপ্তবীজী উদ্ভিদে কি উৎপাদনের জন্য তিনবার সংযুক্তি ঘটে-
[a] ভ্রূণ
[b] সাসপেনশার
[c] শস্য
[d] পেরিকার্প
উত্তরঃ [c] শস্য
89. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মারসুপিয়ালের উদাহরণ-
[a] তিমি
[b] বাদুড়
[c] ছুঁচো
[d] ক্যাঙ্গারু
উত্তরঃ [d] ক্যাঙ্গারু
90. নখরবিহীন আঙ্গুল দেখা যায়-
[a] স্তন্যপায়ী
[b] উভচর
[c] পক্ষী
[d] সরীসৃপ
উত্তরঃ [b] উভচর
91. মানুষের ছয়টি আঙুল কিসের উহাদরণ?
[a] বিচ্ছিন্ন প্রকরণ
[b] অবিচ্ছিন্ন প্রকরণ
[c] অভিযোজন
[d] প্রাকৃতিক নির্বাচন
উত্তরঃ [a] বিচ্ছিন্ন প্রকরণ
92. চোয়াল ও আঁশবিহীন এবং অন্তঃকঙ্কাল তরুনাস্থিযুক্ত এমন একটি প্রাণী হল-
[a] হাঙ্গর
[b] অ্যাসোডিয়া
[c] ল্যামপ্রে
[d] শংকর মাছ
উত্তরঃ [c] ল্যামপ্রে
93. ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস ও স্তন গ্রন্থিযুক্ত প্রাণীটি হল-
[a] পায়রা
[b] মানুষ
[c] সোনাব্যাঙ্গ
[d] কুমির
উত্তরঃ [b] মানুষ
94. কেল্প হল-
[a] লোহিত শৈবাল
[b] দৈত্যকার বাদামী শৈবাল
[c] নীলাভ সবুজ শৈবাল
[d] জিগনেমা
উত্তরঃ [c] নীলাভ সবুজ শৈবাল
95. Bt কথার অর্থ হল-
[a] ব্যাসিলাস সাবটিলিস
[b] ব্যাকটিরিয়াল ট্রান্সজেনেসিস
[c] ব্যাসিলাস টিউবিফিক্যান্স
[d] ব্যাসিলাস থুরিনজেনেসিস
উত্তরঃ [d] ব্যাসিলাস থুরিনজেনেসিস
96. সমগ্র দেহ এপিডারমাল আঁশযুক্ত প্রাণীর উদাহরণ হল-
[a] পায়রা
[b] গিরগিটি
[c] রুই মাছ
[d] হাঁস
উত্তরঃ [b] গিরগিটি
97. হ্যাগফিশ কোন শ্রেণির অন্তর্গত প্রাণী?
[a] কন্ড্রিকথিস
[b] অস্টিকথিস্
[c] সাইক্লোস্টোমাটা
[d] কোনোটিই নয়
উত্তরঃ [c] সাইক্লোস্টোমাটা
98. টেস্ট যুক্ত অ্যাসেডিয়া হল-
[a] হেমিকার্ডাটা
[b] ভার্টিব্রেটা
[c] সেফালোকর্ডাটা
[d] ইউরোকর্ডাটা
উত্তরঃ [d] ইউরোকর্ডাটা
99. শিরবক্ষ ও উদরে বিভক্ত এমন একটি সন্ধিপদ প্রাণী হল-
[a] মাকড়শা
[b] আরশোলা
[c] মৌমাছি
[d] পিঁপড়ে
উত্তরঃ [a] মাকড়শা
100. মহাকাশ গবেষণায় যে এককোশী উদ্ভিদটি ব্যবহার করা হয়, তা হল-
[a] ইস্ট
[b] ক্ল্যামাইডোমোনাস
[c] ক্লোরেল্লা
[d] স্পিরুলিনা
উত্তরঃ [c] ক্লোরেল্লা
Next Set -> 4: https://www.iqversity.com/jenpas/biology-mcq-for-jenpas-ug-bn-part-4/
Previous Set -> 2: https://www.iqversity.com/jenpas/biology-mcq-for-jenpas-ug-bn-part-2/
Welcome to the ultimate resource for Biology MCQs, specially designed for Jenpas UG aspirants! This comprehensive collection of multiple-choice questions is tailored to help you excel in your entrance exam by mastering the essential concepts of biology.
This page features a meticulously curated selection of Biology MCQs aligned with the Jenpas UG exam syllabus, ensuring that you are well-prepared to tackle the challenges of the test. Each question has been crafted to enhance your understanding of core biological concepts and to test your knowledge effectively.
To aid in your learning, our collection includes detailed answers and explanations for every question. These not only help you verify your answers but also provide a deeper understanding of key biological principles, enabling you to confidently solve similar problems in the actual exam.
By practicing with our Biology MCQ for Jenpas UG, you’ll develop the skills and confidence needed to excel in your exam. It also ensures that you thoroughly understand the foundational concepts of biology, which are critical for success in competitive medical and paramedical entrance exams.
So, don’t wait! Start your preparation now with Biology MCQ for Jenpas UG | Bengali Question and Answer Set. Strengthen your concepts, sharpen your skills, and take a confident step toward success in the Jenpas UG exam!
Stay tuned for more questions and future parts of this series, as we continue to guide you on your journey to achieving your medical and paramedical career goals.